অতর্কিতে ------------------------------ প্রগাঢ় অন্ধকার ! সর্পিল পথে দুর্বার শববাহী সময়... এ নদীর অভিমুখ পরিবর্তীত বেওয়ারিশ উল্লাসে নৈঃশব্দে ভাঙে পাড়, অযুত খণ্ডাংশের গভীরে শুধুই নিরুচ্চার জল আর জল !! চর বিকোয় জীবন্ত পরিসর ক্রমশ পরিসীমা লঙ্ঘিত লিখনের দাবিতে, তবু অতন্দ্র চাতকের ঠোঁটে ন্যুব্জ ফেরারী গান... যাত্রা বহুদূর গন্তব্যহীন যুদ্ধটা জারি, নদী জানে - বহতা ধারার প্রতি বাঁকে ওত পেতে ফৌজের দল বর্ষায় আনুষাঙ্গিক বুলেট, তারপর নীললোহিতের খেলা চলে রাতভর ; শত কাটাকুটি আর ওঠানামা - মন্ত্রি, সেনা সব স'ব ধরাশায়ী অবশেষে দুর্জয় লালে রাঙা ছককাটা অন্তরমহল... তবু বহমান বহমানের তরে, হয়তো বা দিগন্ত দেখা বাকি !! অতর্কিতে খতিয়ানে চর্চিত অনন্য সমাবেশ, এক পাহাড় ছুঁয়েছে নদী - গণ্ডুষে বাঁধি বিহানবেলার আলো উচ্ছ্বল ঊর্মির শাব্দিকতায় যায় নব্য পরিসর খুঁজি, আদতে এক উদ্ভ্রান্ত পাহাড়ও পেয়েছে এক নদী । ©মৌসুমী চট্টোপাধ্যায় #অতর্কিতে #মৌসুমীচ্যাটার্জী #বাংলাকবিতা