Nojoto: Largest Storytelling Platform

নিরত সংগ্রামী। সৃষ্টির প্রারম্ভ থেকে আজও যুদ্ধ চলে

নিরত সংগ্রামী।
সৃষ্টির প্রারম্ভ থেকে আজও যুদ্ধ চলে সত্তার সাথে বৃত্তির --
সৎ এর সাথে শয়তানের;
সৃষ্টির সাথে ধ্বংসের;
প্রকৃতির সাথে প্রবৃত্তির;
আমারই মধ্যে আর এক অচেনা "আমি" র।
খেয়ালের স্রোতে অভ্যেসের পালে 
বেলাগাম নেশার হাওয়ায় 
জীবন তরী ভেসে যায় 
কোন অজানা মহানায় --
উতাল পাতাল ঢেউয়ে-
এই বুঝি ডুবে গিয়ে
সলিল সমাধি-;
বিবেকের হ্যাঁচকা টানে 
গভীর যন্ত্রণা নিয়ে;
নেশা ঢুল চোখ চেয়ে-
দেখে আর অন্য "আমি" কে।
জোড় হাতে ক্ষমা চেয়ে 
না করার অভ্যস্ত প্রতিজ্ঞা 
শুধু দু দণ্ডের তরে।
চেনা জীবনের স্রোত 
চোরা বালি খোঁজে শুধু অভ্যস্থ সংস্কার।
অচেনা আমিটা শুধু 
কাঁদে নিরালায় আজও...
যুদ্ধাহত সৈনিকের মতো। বন্ধুরা,
 
আজ আমার সাথে #collab করে সম্পূর্ণ করো এই লেখাটি।

#জীবনযুদ্ধেআমরা
#yqdada #YourQuoteAndMine
#yourquote
#life
নিরত সংগ্রামী।
সৃষ্টির প্রারম্ভ থেকে আজও যুদ্ধ চলে সত্তার সাথে বৃত্তির --
সৎ এর সাথে শয়তানের;
সৃষ্টির সাথে ধ্বংসের;
প্রকৃতির সাথে প্রবৃত্তির;
আমারই মধ্যে আর এক অচেনা "আমি" র।
খেয়ালের স্রোতে অভ্যেসের পালে 
বেলাগাম নেশার হাওয়ায় 
জীবন তরী ভেসে যায় 
কোন অজানা মহানায় --
উতাল পাতাল ঢেউয়ে-
এই বুঝি ডুবে গিয়ে
সলিল সমাধি-;
বিবেকের হ্যাঁচকা টানে 
গভীর যন্ত্রণা নিয়ে;
নেশা ঢুল চোখ চেয়ে-
দেখে আর অন্য "আমি" কে।
জোড় হাতে ক্ষমা চেয়ে 
না করার অভ্যস্ত প্রতিজ্ঞা 
শুধু দু দণ্ডের তরে।
চেনা জীবনের স্রোত 
চোরা বালি খোঁজে শুধু অভ্যস্থ সংস্কার।
অচেনা আমিটা শুধু 
কাঁদে নিরালায় আজও...
যুদ্ধাহত সৈনিকের মতো। বন্ধুরা,
 
আজ আমার সাথে #collab করে সম্পূর্ণ করো এই লেখাটি।

#জীবনযুদ্ধেআমরা
#yqdada #YourQuoteAndMine
#yourquote
#life