Nojoto: Largest Storytelling Platform

কোনো এক গভীর রাত অতীতের দরজা ভেঙ্গে উপস্থিত বর্তম

কোনো এক গভীর রাত 
অতীতের দরজা ভেঙ্গে উপস্থিত বর্তমানে। 
কোনো চরম সত্য,
প্রতিফলিত হচ্ছে উপন্যাসে।
এই তো সেদিন,
বিদায় দিয়েছিলাম একাকিত্বকে।
ভাবতেই পারিনি তুমি আবার ফিরে আসবে।
জানি আমার অন্যায়,
উপন্যাসে আমাকে সেইভাবে উপস্থাপন করা হয়েছে। 
কিন্তু অবহেলিত এই কয়েদির দিকে কেউ ফিরেও চাইনি।

©Rafat Ahmed #rafat

#fullmoon
কোনো এক গভীর রাত 
অতীতের দরজা ভেঙ্গে উপস্থিত বর্তমানে। 
কোনো চরম সত্য,
প্রতিফলিত হচ্ছে উপন্যাসে।
এই তো সেদিন,
বিদায় দিয়েছিলাম একাকিত্বকে।
ভাবতেই পারিনি তুমি আবার ফিরে আসবে।
জানি আমার অন্যায়,
উপন্যাসে আমাকে সেইভাবে উপস্থাপন করা হয়েছে। 
কিন্তু অবহেলিত এই কয়েদির দিকে কেউ ফিরেও চাইনি।

©Rafat Ahmed #rafat

#fullmoon
rafatahmed4803

Rafat Ahmed

New Creator