Nojoto: Largest Storytelling Platform

স্বপ্নরা আজও বাঁচে মনের ক্ষতে.. যা কিছু লেখা ছিলো

স্বপ্নরা আজও বাঁচে মনের ক্ষতে..
যা কিছু লেখা ছিলো ছন্নছাড়া ডায়েরির ভাঁজে,
আজও তা রাখা আছে তোর নামের নীল খামে..
হয়তো সেই খাম পারবেনা পৌছোতে তোর হাতে,
তবুও ওড়াবো তাদের এক আকাশ মেঘেতে। ফিরে এসেছি বন্ধুরা 😊
 আবারও নিয়ে এলাম কোলাব পর্ব....
আমরা প্রত্যেকেই কোন না কোন সময় প্রেমে পড়েছি কিংবা প্রেমে আঘাত পেয়েছি তবুও ভালোবাসার মানুষটির জন্য কোথাও না কোথাও কিছু একটা যেনো ফেলে এসেছি অজান্তেই...
সেটা খুঁজে না পেলেও এখানে লিখতেই পারি সেই ফেলে আসা কথাগুলো।

আজ লিখে ফেল সেই লেখাটাই শব্দ সংখ্যা ইচ্ছেমত #তোর_নামে_লেখা রেখে পরে।

নিজস্ব লেখা,
স্বপ্নরা আজও বাঁচে মনের ক্ষতে..
যা কিছু লেখা ছিলো ছন্নছাড়া ডায়েরির ভাঁজে,
আজও তা রাখা আছে তোর নামের নীল খামে..
হয়তো সেই খাম পারবেনা পৌছোতে তোর হাতে,
তবুও ওড়াবো তাদের এক আকাশ মেঘেতে। ফিরে এসেছি বন্ধুরা 😊
 আবারও নিয়ে এলাম কোলাব পর্ব....
আমরা প্রত্যেকেই কোন না কোন সময় প্রেমে পড়েছি কিংবা প্রেমে আঘাত পেয়েছি তবুও ভালোবাসার মানুষটির জন্য কোথাও না কোথাও কিছু একটা যেনো ফেলে এসেছি অজান্তেই...
সেটা খুঁজে না পেলেও এখানে লিখতেই পারি সেই ফেলে আসা কথাগুলো।

আজ লিখে ফেল সেই লেখাটাই শব্দ সংখ্যা ইচ্ছেমত #তোর_নামে_লেখা রেখে পরে।

নিজস্ব লেখা,