Nojoto: Largest Storytelling Platform

চেতনাশূন্য হয়ে যাই দিনের পর দিন , বোধহয় এবার ভাঙলে

চেতনাশূন্য হয়ে যাই দিনের পর দিন ,
বোধহয় এবার ভাঙলে নিজেকে, যন্ত্রণা বইবে না ।
অন্য কোনো পথ নেই আমার —
চারদিকে চেয়ে দেখলেই নিঃসঙ্গ জীব খুঁজে পাই
সমস্ত ভিটের দুয়ারে ।
তোমার নিস্তব্ধতা কানে আসে ,
অসাড় রক্তহীন অস্থিমজ্জারা বুকের পাঁজরের নিচে মরে !

অদূরে তাল পাতায় বসে থাকা পাখির ডাক – 
ঘড়ি-ঘড়ি রুদ্ধ করে আমার প্রতিটি পদক্ষেপ !
ক্রমাগত অবধারিত পরিণতি স্বাদ পাই ।

অপ্রচুর রঙের কোলে এলিয়ে পড়ে আমার মৃতদেহ ,
দেখি আমি,     আমাদের অনুষ্ঠান –
জেনে রেখো,   অনেক একাকীত্ব রয়ে গেছে যে !
                                              “ তোমার-আমার ” ।। মৃত্যু ... 
__________________________
_________________________
•
•
•
#yqbaba
#yqbaba
চেতনাশূন্য হয়ে যাই দিনের পর দিন ,
বোধহয় এবার ভাঙলে নিজেকে, যন্ত্রণা বইবে না ।
অন্য কোনো পথ নেই আমার —
চারদিকে চেয়ে দেখলেই নিঃসঙ্গ জীব খুঁজে পাই
সমস্ত ভিটের দুয়ারে ।
তোমার নিস্তব্ধতা কানে আসে ,
অসাড় রক্তহীন অস্থিমজ্জারা বুকের পাঁজরের নিচে মরে !

অদূরে তাল পাতায় বসে থাকা পাখির ডাক – 
ঘড়ি-ঘড়ি রুদ্ধ করে আমার প্রতিটি পদক্ষেপ !
ক্রমাগত অবধারিত পরিণতি স্বাদ পাই ।

অপ্রচুর রঙের কোলে এলিয়ে পড়ে আমার মৃতদেহ ,
দেখি আমি,     আমাদের অনুষ্ঠান –
জেনে রেখো,   অনেক একাকীত্ব রয়ে গেছে যে !
                                              “ তোমার-আমার ” ।। মৃত্যু ... 
__________________________
_________________________
•
•
•
#yqbaba
#yqbaba
shuvosarkar1619

Shuvo Sarkar

New Creator