ক্রমশ পিছিয়ে পড়া হাত দুটো ধরছি, নিভে যাওয়া আলোয় তোমায় ছুঁতে চাইছি, উঠানের দোরগোড়ায় তোমায় আবার ডাকছি, এসো তো একবার আমার হয়ে জীবন ভাসিয়ে দিচ্ছি। না বলা ভুলগুলো কষ্ট করে বলছি, আলতো ছোয়াএ তোমায় কাছে পেতে চাইছি, বুকে তো এসো আমার, দেখো হাত বাড়িয়ে দিয়েছি, সাথে সাথে চলতে আমার হতে বলছি, জীবনযুদ্ধে তোমায় পাশে পেতে চাইছি, সাদা পাতায় তোমারই নাম ফুটিয়ে তুলছি, কল্পনার রং খেলায় তোমার ছবি আকছি, এসো তো এবার এসো তো কাছে, ভালোবাসার নামানকরক হোক আমাদের গোত্রে।।।। #গোত্র