উপহার চাই! উপহার!! একটু সময় উপহার চাই দেবে? না বেশি কিছু চাই না একদম সামান্য কিছু সময় চাই উপহারে, যে সময়টা কেবল আমার জন্য থাকবে, তাতে অন্য কারুর অধিকার থাকবে না। সেই সময়ের শুরু থেকে শেষে পর্যন্ত আমি থাকবো শুধু আমি, দুজনের ফোন নামক বস্তুটা বন্ধ থাকবে কেউ বিরক্ত করবে না, তৃতীয় জনের প্রবেশ নিষেধ। এতে যদি তুমি আমাকে স্বার্থপর বলো... তো হ্যাঁ আমি খুব স্বার্থপর। (এইখানে তুমি বলতে কোনো প্রেমিক-প্রেমিকা না সকলকে বোঝানো হয়েছে) #yqbaba #yqquotes #yqdidi #yqtime