Nojoto: Largest Storytelling Platform

White আমরা আজকাল অনেক কিছু-ই সাবধানে পাশ কাটিয়ে

White  আমরা আজকাল অনেক কিছু-ই সাবধানে পাশ কাটিয়ে বেরিয়ে যাই। সবসময় যে এড়িয়ে যাওয়ার ইচ্ছে, এমনটা নয়। হয়তো, ঘটনার সঙ্গে জড়িয়ে থাকা মানুষটাকে এড়িয়ে যেতে চাই না, কিন্তু ঘটনার সাক্ষী হ'তে চাই না সরাসরি। ভয় হয়! সত্যি এক অজানা ভয়ে হাত-পা সিটিয়ে যায়! আকস্মিকতা মেনে নেওয়ার ক্ষমতা কমে আসছে ক্রমশঃ। এমনকি, বহুদিনের সংকেতের মুখোমুখি হ'তেও, বুক কাঁপে! আসলে, আমাদের মধ্যে ঘর পোড়া গরুর সংখ্যা যে এখন বড়ো বেশি.......

©Sudeshna Roy #Sad_Status
White  আমরা আজকাল অনেক কিছু-ই সাবধানে পাশ কাটিয়ে বেরিয়ে যাই। সবসময় যে এড়িয়ে যাওয়ার ইচ্ছে, এমনটা নয়। হয়তো, ঘটনার সঙ্গে জড়িয়ে থাকা মানুষটাকে এড়িয়ে যেতে চাই না, কিন্তু ঘটনার সাক্ষী হ'তে চাই না সরাসরি। ভয় হয়! সত্যি এক অজানা ভয়ে হাত-পা সিটিয়ে যায়! আকস্মিকতা মেনে নেওয়ার ক্ষমতা কমে আসছে ক্রমশঃ। এমনকি, বহুদিনের সংকেতের মুখোমুখি হ'তেও, বুক কাঁপে! আসলে, আমাদের মধ্যে ঘর পোড়া গরুর সংখ্যা যে এখন বড়ো বেশি.......

©Sudeshna Roy #Sad_Status
sudeshnaroy4582

Sudeshna Roy

New Creator
streak icon1