Nojoto: Largest Storytelling Platform

দরিদ্রতা আজ মানুষের ঘরের আঙ্গিনায় খিদের জ্বালায় ম

দরিদ্রতা আজ মানুষের ঘরের আঙ্গিনায়
 খিদের জ্বালায় মানুষ বারেবারে আজ কাতরায় 

    খিদের জ্বালা যে ভীষণ জ্বালা ভাই 
     সে যে দুরারোগ্যকেও মানে না ছাই !

মানুষ আকাশের পানে চেয়ে প্রশ্ন করে যায়
     তবে কি আমরা পাবোনা মুক্তি হায়! 

 দরিদ্রতা আজ উঠোনে দাঁড়িয়ে ভাই ,
  পূর্ণিমা রাতের চাঁদ ও লাগছে ছলসানো রুটি তাই । #দরিদ্রতা 
#TALK Debaroti Bhattacherjee জীবনের লাইফ চি রন Zarna dayma Sanchari Chakraborty
দরিদ্রতা আজ মানুষের ঘরের আঙ্গিনায়
 খিদের জ্বালায় মানুষ বারেবারে আজ কাতরায় 

    খিদের জ্বালা যে ভীষণ জ্বালা ভাই 
     সে যে দুরারোগ্যকেও মানে না ছাই !

মানুষ আকাশের পানে চেয়ে প্রশ্ন করে যায়
     তবে কি আমরা পাবোনা মুক্তি হায়! 

 দরিদ্রতা আজ উঠোনে দাঁড়িয়ে ভাই ,
  পূর্ণিমা রাতের চাঁদ ও লাগছে ছলসানো রুটি তাই । #দরিদ্রতা 
#TALK Debaroti Bhattacherjee জীবনের লাইফ চি রন Zarna dayma Sanchari Chakraborty