Nojoto: Largest Storytelling Platform

মেলায় নিয়ে গেলি না আমায় ভুলেই গেলি বন্ধু পেয়ে?

মেলায় নিয়ে গেলি না আমায়
ভুলেই গেলি বন্ধু পেয়ে?
আমি কি আর এমন বায়না করি
যে ফেলে গেলি ঘরে খরচার ভয়ে।
সোনাদানা চাইনি কখনো
জানা আছে তোর মুরোদ কতো
জোরি লাগানো সস্তার শাড়ি
দেখতে ঠিক বেনারসির মতো
সেটাও তো তুই পারলি না দিতে
দোকানদারের সাথে দরাদরি
লজ্জায় আমার মাথা কাটা যায়
ইচ্ছে হয় দিই গলায় দড়ি।
জানি আমি মরলে তোর হাড় জুড়োবে
তখন আরেকটাকে আনবি ঘরে
শুনে রাখ তবে মরার পরেও দেবোনা শান্তি
পেত্নী হয়ে থাকবো তোর ঘাড়ে চড়ে।
মেলা থেকে ফিরিস যদি খালি হাতে
তবে শুনে রাখ তুইও
কইবো না কথা দেবো না ভাত
আর জুটবে না সোহাগ তোর বরাতে।
কতো দিনের ইচ্ছে ছিল তোর সাথে মেলায় যাবো
জিলিপি পাঁপড় ভাজা তারপরে নাগরদোলা
আর দুহাত ভরে কাঁচের চুড়ি পরবো
তেমন ভাগ্যি করেছি কি আর যে
তুই নিয়ে যাবি আমায় সাথে করে
নিজে তো বেশ নাচ দেখবি ফুর্তি করবি
আর এদিক সেদিক ফটো তুলবি
আমি তো তোর বাঁধাই আছি
যখন খুশি পাবি ঘরে।
এবার আমি ভুলছি না আর
তোর মিষ্টি কথায় যাবো না গলে
বুকটা খানিক টনটন করবে -সয়ে নেবো ঠিক
নাহলে বারবার তুই এমনই করবি
একটুখানি নরম হলে। #বাংলাকবিতা #শ্রীমতীটুম্পা #পক্ষীরাজেরতুলি #yqdada
মেলায় নিয়ে গেলি না আমায়
ভুলেই গেলি বন্ধু পেয়ে?
আমি কি আর এমন বায়না করি
যে ফেলে গেলি ঘরে খরচার ভয়ে।
সোনাদানা চাইনি কখনো
জানা আছে তোর মুরোদ কতো
জোরি লাগানো সস্তার শাড়ি
দেখতে ঠিক বেনারসির মতো
সেটাও তো তুই পারলি না দিতে
দোকানদারের সাথে দরাদরি
লজ্জায় আমার মাথা কাটা যায়
ইচ্ছে হয় দিই গলায় দড়ি।
জানি আমি মরলে তোর হাড় জুড়োবে
তখন আরেকটাকে আনবি ঘরে
শুনে রাখ তবে মরার পরেও দেবোনা শান্তি
পেত্নী হয়ে থাকবো তোর ঘাড়ে চড়ে।
মেলা থেকে ফিরিস যদি খালি হাতে
তবে শুনে রাখ তুইও
কইবো না কথা দেবো না ভাত
আর জুটবে না সোহাগ তোর বরাতে।
কতো দিনের ইচ্ছে ছিল তোর সাথে মেলায় যাবো
জিলিপি পাঁপড় ভাজা তারপরে নাগরদোলা
আর দুহাত ভরে কাঁচের চুড়ি পরবো
তেমন ভাগ্যি করেছি কি আর যে
তুই নিয়ে যাবি আমায় সাথে করে
নিজে তো বেশ নাচ দেখবি ফুর্তি করবি
আর এদিক সেদিক ফটো তুলবি
আমি তো তোর বাঁধাই আছি
যখন খুশি পাবি ঘরে।
এবার আমি ভুলছি না আর
তোর মিষ্টি কথায় যাবো না গলে
বুকটা খানিক টনটন করবে -সয়ে নেবো ঠিক
নাহলে বারবার তুই এমনই করবি
একটুখানি নরম হলে। #বাংলাকবিতা #শ্রীমতীটুম্পা #পক্ষীরাজেরতুলি #yqdada