স্বপ্নময় কল্পনায় কিছু ভাষা পেয়েছি শুধু ভূমিকায়… মাঝে মাঝে স্বপ্নঘোরে স্বপ্ন দেখি কবিতার মতো কবিতার ডানা মেলে ঘুরি অন্যের আকাশে… দেখা হয়ে যায় সদ্য অতীতের কাহিনী খুঁজি, খুঁজে পাই হারানো সঙ্গীত। হয়তোবা আসবো ফিরে, সোনালী সন্ধ্যার কবিতার লালাভ আভায় লিখে যাবো আনমনে আমি বার বার সূর্য্য ডোবায়, সন্ধ্যা তারায়, স্নিগ্ধ চাঁদের আলোয় নয়তোবা মধ্য নিশীথের স্তব্ধ নিরবতায়, নির্জনে একাকি খুঁজি কবিতায় শুধু আপনায় যেখানে ছিলাম আমি শুধু আমার আমি। যেখানে আমার আমি, কাগজ কলম, দোয়াতদানি নিয়ে আপনায় মাঝে মাঝে চায়ের পেয়ালায় ভালবাসার ছোঁয়ায় ভাষার সন্ধানে তাল, লয়, ছন্দ খুঁজে মেঘলা আকাশ নিয়ে এলোমেলো ভাবনায় মনে রেখো কবিতায় আশা করবো পূরণ জানি, লেখনী রইবে চির জাগরন শুধু কবিতায়। সুপ্রভাত বন্ধুরা, আজ আমার সাথে #collab করে সম্পূর্ণ করো এই লেখাটি। #তোমারকবিতায় #yqdada #YourQuoteAndMine #ভাবতীর্থ Collaborating with YourQuote Dada