অভাগী মায়ের উঠোন জুড়ে, আধপেটা,জ্বর চোখে স্বপ্ন তার-পৃথিবী শীঘ্র সুস্থ হয়ে উঠবে। ছেলেটি আবার কাজ ফিরে পাবে, নাতি-নাতনিরা দু-মুঠো ভাত,পেট ভরে খাবে। স্বপ্নের সে সাত রং মেশে কালো রাতে, মায়ের চোখ এখন ঘুমহীন,রাতের আকাশে সে তারা হয়ে জ্বলে। অন্তর ডায়েরি নিয়ে এলো আপনাদের কাছে আজ আবার নতুন ধরনের #collabchallenge ! " সাত রঙের স্বপ্ন।" এই লাইনটার উপর ভিত্তি করে লিখে ফেলুন আপনারা আপনাদের মনের ভাব ।। সময়সীমা কাল সন্ধা ৭ টা পর্যন্ত। সেরা লেখা টা আমদের ফেসবুক পেজে পোস্ট করা হবে এবং সাপ্তাহিক সেরা লেখক কে পুরস্কৃত করা হবে।