Nojoto: Largest Storytelling Platform

সেদিনও চেয়েছিলাম কিছু বলতে কিন্তু মনের গভীরে একট

সেদিনও চেয়েছিলাম কিছু বলতে
কিন্তু  মনের গভীরে একটা লজ্জা
আমায় থামিয়ে দিয়ে বলেছিল
না......না...... এখনই নয়
আজ এইটুকুই থাক
দিস না আর পিছু ডাক। 
 যেতে দে  ঐ অতিথিকে
তোর মায়ার বাঁধন ছেড়ে
চলতি সময়ের অমসৃণ পথে
সে নিশ্চয়ই আসবে ফিরে
তোর না বলা  কথাগুলো
শোনার টানে
তখন তাকে সব গুছিয়ে বলিস
প্রেমের অভিধানে।। 

সত্যিই হঠাৎ একদিন এসে 
ধরা দিল সে আমার আঙিনায়
আর সেখান থেকেই তো নতুন গল্প শুরু
তবে প্রশ্নটা হল এর শেষ কোথায়? 
যাই হোক না কেন, 
কল্পনার সেই গম্ভীর মুখ 
আজ হৃদয়ের অনুভবে
তাই তো এখন ব্যস্ত থাকি ভীষণভাবে। 

জমানো কথা হবে ধীরে ধীরে
কিন্তু প্রথম শুরুটা যে বড়ই কঠিন
জানি না কীভাবে বলব
বা কী বলব
হয়তো ভুলও হতে পারে
তবুও আজ শুভদিনে শুভেচ্ছা জানিয়ে
শুরুতেই বলছি তোমায় শুভ  জন্মদিন।। 


-মৌসুমী পাল

-জন্মদিনের শুভেচ্ছা #Art mousumi
সেদিনও চেয়েছিলাম কিছু বলতে
কিন্তু  মনের গভীরে একটা লজ্জা
আমায় থামিয়ে দিয়ে বলেছিল
না......না...... এখনই নয়
আজ এইটুকুই থাক
দিস না আর পিছু ডাক। 
 যেতে দে  ঐ অতিথিকে
তোর মায়ার বাঁধন ছেড়ে
চলতি সময়ের অমসৃণ পথে
সে নিশ্চয়ই আসবে ফিরে
তোর না বলা  কথাগুলো
শোনার টানে
তখন তাকে সব গুছিয়ে বলিস
প্রেমের অভিধানে।। 

সত্যিই হঠাৎ একদিন এসে 
ধরা দিল সে আমার আঙিনায়
আর সেখান থেকেই তো নতুন গল্প শুরু
তবে প্রশ্নটা হল এর শেষ কোথায়? 
যাই হোক না কেন, 
কল্পনার সেই গম্ভীর মুখ 
আজ হৃদয়ের অনুভবে
তাই তো এখন ব্যস্ত থাকি ভীষণভাবে। 

জমানো কথা হবে ধীরে ধীরে
কিন্তু প্রথম শুরুটা যে বড়ই কঠিন
জানি না কীভাবে বলব
বা কী বলব
হয়তো ভুলও হতে পারে
তবুও আজ শুভদিনে শুভেচ্ছা জানিয়ে
শুরুতেই বলছি তোমায় শুভ  জন্মদিন।। 


-মৌসুমী পাল

-জন্মদিনের শুভেচ্ছা #Art mousumi
rimpapal1872

Rimpa Pal

New Creator