Nojoto: Largest Storytelling Platform

__ আমার ভারতের ইতিহাস__ হরপ্পার ওই নগর রাষ

        __ আমার ভারতের ইতিহাস__
হরপ্পার ওই নগর রাষ্ট্র,আর্যদের সেই ভাষা,
       প্রাচীন থেকেই আমার ভারতের ছিল যে সব খাসা।
জঙ্গলে যে পলাশ ফুটে,বাগানে ফুটে গাঁদা,
কুষাণ,মৌর্য,গুপ্ত ছিল প্রাচীন যুগে বাঁধা।
রাতের আলো চাঁদ দেই,আর দিনেতে দেই সূর্য,
আদি ভারতের শ্রেষ্ঠ সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য।
দ্বাদশ এর শেষে ঘুরী ভারত জয় করে,
হিন্দু আধিপত্য ভেঙে দিয়ে মুসলিম আধিপত্য গড়ে।
বিদ্যালয়ে নিয়ে যেতে হয় খাতা পেন্সিল চক,
ভারতে সুলতানী যুগ সূচনা করল কুতুবুদ্দিন আইবক।
নদীগুলো মিলিত হয় সর্বদা সাগরের তরে,
পাঁচটি বংশ মিলে সুলতান ভারত শাসন করে।
পানিপথের ওই মাঠে বাবর- ইব্রাহিমের যুদ্ধে,
ইতিহাস পড়ে জানি বাবরের কৌশলের বিদ্যে।
ষষ্ট শতকে ভারত করলো সুলতানী যুগ কে বাই,
মোঘল নামে ভারত আমার নতুন যুগ কে পাই।
এই যুগে তেই ভারত আমার নতুন সিরি চড়ে,
আকবর এর সুশাসন, শাহজাহান তাজমহল গড়ে।
সপ্তদশ শতকে ভারতে বিদেশিরা বানিজ্য করে,
ফারুকের ওই ফরমানে ব্রিটিশরা একচেটিয়া গরম
ধীরে ধীরে ভারতে এবার বিদেশি শাসন বাড়ে,
মীরজাফরের বিশ্বাসঘাতকতা ই ব্রিটিশ বাংলাই চড়ে।
পুরো ভারতে শাসন করার ছিল তাদের আশা,
কূটনীতি আর ক্ষমতার জোরে ভারতে গড়লো বাসা।
ভারতীয় রা বুঝতে পারলো ঘুম ভাঙলো তাই,
ব্রিটিশ তখন ভারতকে আমার পুঙ্গ করে যাই।
গান্ধীজির অহিংসা আর নেতাজির বলে,
দুশো বছর শাসন করে ব্রিটিশরা গেলো চলে।
জওহরলালের নিস্তব্ধতা,জিন্নার ওই ছলে,
মাউন্টব্যাটেন কে ভারত ভাগ করতে হলো বলে।
অনেক দুঃখ কষ্ট নিয়ে ভারত আমার ছিল,
শেষপর্যন্ত 1947 সালে 15 আগস্ট স্বাধীনতা পেলো। 
 #history of india
        __ আমার ভারতের ইতিহাস__
হরপ্পার ওই নগর রাষ্ট্র,আর্যদের সেই ভাষা,
       প্রাচীন থেকেই আমার ভারতের ছিল যে সব খাসা।
জঙ্গলে যে পলাশ ফুটে,বাগানে ফুটে গাঁদা,
কুষাণ,মৌর্য,গুপ্ত ছিল প্রাচীন যুগে বাঁধা।
রাতের আলো চাঁদ দেই,আর দিনেতে দেই সূর্য,
আদি ভারতের শ্রেষ্ঠ সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য।
দ্বাদশ এর শেষে ঘুরী ভারত জয় করে,
হিন্দু আধিপত্য ভেঙে দিয়ে মুসলিম আধিপত্য গড়ে।
বিদ্যালয়ে নিয়ে যেতে হয় খাতা পেন্সিল চক,
ভারতে সুলতানী যুগ সূচনা করল কুতুবুদ্দিন আইবক।
নদীগুলো মিলিত হয় সর্বদা সাগরের তরে,
পাঁচটি বংশ মিলে সুলতান ভারত শাসন করে।
পানিপথের ওই মাঠে বাবর- ইব্রাহিমের যুদ্ধে,
ইতিহাস পড়ে জানি বাবরের কৌশলের বিদ্যে।
ষষ্ট শতকে ভারত করলো সুলতানী যুগ কে বাই,
মোঘল নামে ভারত আমার নতুন যুগ কে পাই।
এই যুগে তেই ভারত আমার নতুন সিরি চড়ে,
আকবর এর সুশাসন, শাহজাহান তাজমহল গড়ে।
সপ্তদশ শতকে ভারতে বিদেশিরা বানিজ্য করে,
ফারুকের ওই ফরমানে ব্রিটিশরা একচেটিয়া গরম
ধীরে ধীরে ভারতে এবার বিদেশি শাসন বাড়ে,
মীরজাফরের বিশ্বাসঘাতকতা ই ব্রিটিশ বাংলাই চড়ে।
পুরো ভারতে শাসন করার ছিল তাদের আশা,
কূটনীতি আর ক্ষমতার জোরে ভারতে গড়লো বাসা।
ভারতীয় রা বুঝতে পারলো ঘুম ভাঙলো তাই,
ব্রিটিশ তখন ভারতকে আমার পুঙ্গ করে যাই।
গান্ধীজির অহিংসা আর নেতাজির বলে,
দুশো বছর শাসন করে ব্রিটিশরা গেলো চলে।
জওহরলালের নিস্তব্ধতা,জিন্নার ওই ছলে,
মাউন্টব্যাটেন কে ভারত ভাগ করতে হলো বলে।
অনেক দুঃখ কষ্ট নিয়ে ভারত আমার ছিল,
শেষপর্যন্ত 1947 সালে 15 আগস্ট স্বাধীনতা পেলো। 
 #history of india
ganeshchpathak3925

Ganesh

New Creator