Nojoto: Largest Storytelling Platform

। তোমার কফিনে । তোমার কফিনে আমি রোদের হাহাকার দেখ

। তোমার কফিনে ।

তোমার কফিনে আমি রোদের হাহাকার দেখি ,
আমার চোখেও বৃষ্টি নামেনা বহুকাল !
এ মরুভূমির শুষ্কতা আমার ধাতে সয়ে গেছে
তবু মরীচিকার লোভে ছুটে আসি ... এ এক গোরস্থান ...

গতদিনের রেখে যাওয়া হলুদ গোলাপ
ঢাকা পড়ে থাকে শুকনো ম্যাপল পাতায় ।
সরানোর চেষ্টা করিনা , করিনি কোনোদিন ...
তুমি ঘুমাও , আমি ধরা পড়তে চাইনা ।

পশ্চিম আকাশটা লাল হয়ে উঠলে শঙ্কা দেখা দেয় ।
আমার তো চিরকাল অন্ধকারে ভয় আর তোমাতেও ।
জানি তুমি সম্মোহনে জীবন নিতে পারো !
আমার যে আজও বাঁচার সাধ আরো কয়েকটা বসন্ত ...

সন্ধ্যে নামার আগে তাড়াতাড়ি পা চালাই ।
সুগন্ধি মোমের ধ্বংসাবশেষে 
আমার লেখা গানগুলো ছাই হয়ে জমে থাকে ।
তুমি বুঝি কোনোদিন শুনতে পাওনা ?

-©সঞ্চারী । তোমার কফিনে ।

তোমার কফিনে আমি রোদের হাহাকার দেখি ,
আমার চোখেও বৃষ্টি নামেনা বহুকাল !
এ মরুভূমির শুষ্কতা আমার ধাতে সয়ে গেছে
তবু মরীচিকার লোভে ছুটে আসি ... এ এক গোরস্থান ...

গতদিনের রেখে যাওয়া হলুদ গোলাপ
। তোমার কফিনে ।

তোমার কফিনে আমি রোদের হাহাকার দেখি ,
আমার চোখেও বৃষ্টি নামেনা বহুকাল !
এ মরুভূমির শুষ্কতা আমার ধাতে সয়ে গেছে
তবু মরীচিকার লোভে ছুটে আসি ... এ এক গোরস্থান ...

গতদিনের রেখে যাওয়া হলুদ গোলাপ
ঢাকা পড়ে থাকে শুকনো ম্যাপল পাতায় ।
সরানোর চেষ্টা করিনা , করিনি কোনোদিন ...
তুমি ঘুমাও , আমি ধরা পড়তে চাইনা ।

পশ্চিম আকাশটা লাল হয়ে উঠলে শঙ্কা দেখা দেয় ।
আমার তো চিরকাল অন্ধকারে ভয় আর তোমাতেও ।
জানি তুমি সম্মোহনে জীবন নিতে পারো !
আমার যে আজও বাঁচার সাধ আরো কয়েকটা বসন্ত ...

সন্ধ্যে নামার আগে তাড়াতাড়ি পা চালাই ।
সুগন্ধি মোমের ধ্বংসাবশেষে 
আমার লেখা গানগুলো ছাই হয়ে জমে থাকে ।
তুমি বুঝি কোনোদিন শুনতে পাওনা ?

-©সঞ্চারী । তোমার কফিনে ।

তোমার কফিনে আমি রোদের হাহাকার দেখি ,
আমার চোখেও বৃষ্টি নামেনা বহুকাল !
এ মরুভূমির শুষ্কতা আমার ধাতে সয়ে গেছে
তবু মরীচিকার লোভে ছুটে আসি ... এ এক গোরস্থান ...

গতদিনের রেখে যাওয়া হলুদ গোলাপ