বসন্ত আসে যায় প্রকৃতির নিয়মে- অনুভূমিক ধরাতলে; ঝরা পাতা বিলীন হয় অবসরের পথ চেয়ে- নতুনের আগমনে; সম্পর্কগুলোও জেগে ওঠে আনাচে কানাচে- শিতঘুম পেরিয়ে; সমান্তরাল ভালোবাসা লক্ষ্য খোঁজে একত্র হবার- যেমন মরা গাছ আনন্দ গোনে কিশলয়ে; বসন্ত হাজির হয় আনন্দ বিভাজনে, পলাশের গন্ধে আর আবিরের ছন্দে....... #বসন্ত