দিনের সঙ্গে সঙ্গে চওড়া হয়ে যাচ্ছে অবিশ্বাসের যত পাঁচিল । সেটা ভেঙে দিয়ে মিথ্যে প্রমাণ করতে সময় ক্ষয়ে গেছে বেশ কিছু কাল , তুমি হেঁটে যাও সহস্র দূর , তোমার পায়ে আঁকড়ে থাকা নূপুরের সূরে আমার স্বর্গের সিঁড়ির সঙ্গে সম্পর্ক বড্ড কাছের ! মন খারাপ হলেও তোমার অবলা আবদার গুলো বার বার গায়ে মাখি , মুখের এক পাশ জুড়ে জড়িয়ে ভোরের আলো , ভিটের দেওয়াল স্তব্ধ , একটু একটু করে খুঁজছি তোমায় দক্ষিণের বাতাশে , মনে এসে যায় কপাল থেকে চুল সরিয়ে জলপটি দিয়ে রাখা তোমার হাত , তোমায় সুন্দর লাগবে যতটুকু আলো এলে ঠিক ততটুকু পর্দা সরানো থাক । আঁচলে জ্বর মুছে বসে রই একে অপরের মুখো মুখি , তুমি আদর মাখা হাতে বুঝিয়ে দাও থাক না চুপচাপ দূরের খবরের কাছে শুয়ে আরেকটা ঝিল ।। #মনখারাপহলেও #yqdada #collab #yqbaba #yqtales #yqbangla #অনুভূতি_দের_শুভ