White কিছু কথা জলছবি হয়ে ভেসে রইল। মুখটাও মাঝে মাঝে অস্পষ্ট হয়ে যায়। ভাবার আগেই দূরের দিগন্ত রেখায় মিশে যায় চেনা নাম। গাছের পাতা গুলো অসময় ঝরে পড়ে , যেন অকাল বর্ষণ। নদী যেন উত্তাল , একুল ওকুল শুধু জল রাশি। বাতাসে শোনা যায় শুধুই অট্টহাসি। কথা না রাখার যন্ত্রণা।অবহেলায় পিষে ফেলার যন্ত্রণা। পরিচিত মুখ বদলে যাওয়ার যন্ত্রণা। কাছে চেয়েও না পাওয়ার যন্ত্রণা।স্মৃতি গুলো বিসর্জন দিয়ে মুখে মিথ্যা হাসি নিয়ে বেঁচে থাকার যন্ত্রণা। এটাই জীবনের জলছবি... #অঞ্জলী দাশ গুপ্ত ©Anjali Das Gupta #GoodMorning#GoodMorning nojoto#nojoto#share#love#