Nojoto: Largest Storytelling Platform

জোকার

                                           জোকার

শীতের দিনে যদি ঠিক হয়      কে গায় তার বিজয় গীত?
সার্কাস দেখতে যাওয়া,           কে তারে করে পুরস্কৃত?
বুকের ভিতর বয়ে চলে            তবুও সে মোদের হাসতে শেখায়,
আনন্দের ঝোড়ো হাওয়া।       মোদের অশ্রু রাখে সুরক্ষিত।
সার্কাস মানে হরেক জন্তু         জোকার একটাই জোকস্ বলে ছোট,
রকমারি তাদের খেলা,            এক, দুই, তিন বার,
সাধু সাধু রব ওঠে                    প্রথম বারেই সবাই হাসে যত,
সঙ্গে অট্টহাসির মেলা।             আর হাসে না বার বার।
খেলা আরো যমে ওঠে              এমনটা কেন করে জোকার,
যখন জোকার করে প্রবেশ,      বোঝেনা দর্শকগন,
পাগলের ন্যায় সাজ তার,          তখন জোকার বলেন—
তবে ফিট-ফাট কেশ-বেশ।         যদি একই খুশিতে বার বার
লাঠি বল দিয়ে নানা খেলা তার    খুশি না হতে পারেন,
দেখানো না থাকে বাকি,              তবে একই দুঃখে বার বার
অদ্ভুত তার জাদু খেলা                 দুঃখী কেন হন।
সবার চোখকে দিচ্ছে ফাঁকি।       অশ্রুর সমুদ্রে ভাসে ভেলা,
জোকার হল হাসির রাজা,           জোকার একমাত্র যাত্রী,
সুখের রাজা নয়,                           খুঁজে বেরায় সে আনন্দ দ্বীপ,
অর্থের অভাবেই, হাসিয়ে রাজা    প্রতি দিবা রাত্রি।।
অর্থকে করছে জয়। New year #new #way to #live
                                           জোকার

শীতের দিনে যদি ঠিক হয়      কে গায় তার বিজয় গীত?
সার্কাস দেখতে যাওয়া,           কে তারে করে পুরস্কৃত?
বুকের ভিতর বয়ে চলে            তবুও সে মোদের হাসতে শেখায়,
আনন্দের ঝোড়ো হাওয়া।       মোদের অশ্রু রাখে সুরক্ষিত।
সার্কাস মানে হরেক জন্তু         জোকার একটাই জোকস্ বলে ছোট,
রকমারি তাদের খেলা,            এক, দুই, তিন বার,
সাধু সাধু রব ওঠে                    প্রথম বারেই সবাই হাসে যত,
সঙ্গে অট্টহাসির মেলা।             আর হাসে না বার বার।
খেলা আরো যমে ওঠে              এমনটা কেন করে জোকার,
যখন জোকার করে প্রবেশ,      বোঝেনা দর্শকগন,
পাগলের ন্যায় সাজ তার,          তখন জোকার বলেন—
তবে ফিট-ফাট কেশ-বেশ।         যদি একই খুশিতে বার বার
লাঠি বল দিয়ে নানা খেলা তার    খুশি না হতে পারেন,
দেখানো না থাকে বাকি,              তবে একই দুঃখে বার বার
অদ্ভুত তার জাদু খেলা                 দুঃখী কেন হন।
সবার চোখকে দিচ্ছে ফাঁকি।       অশ্রুর সমুদ্রে ভাসে ভেলা,
জোকার হল হাসির রাজা,           জোকার একমাত্র যাত্রী,
সুখের রাজা নয়,                           খুঁজে বেরায় সে আনন্দ দ্বীপ,
অর্থের অভাবেই, হাসিয়ে রাজা    প্রতি দিবা রাত্রি।।
অর্থকে করছে জয়। New year #new #way to #live
priyamdutta4483

Priyam Dutta

New Creator