Nojoto: Largest Storytelling Platform

যে শব্দ অস্বীকার করতে পারি না, তার এক হাত দূরেই নি

যে শব্দ অস্বীকার করতে পারি না,
তার এক হাত দূরেই নিস্তব্ধতা লেপ্টে  আছে।
পাতাঝরা মরসুমে তোমার পথে 
ঊষর নিঃশ্বাস ফেলি; 
ইতিহাস মেলে ধরি খুঁটি পুঁতে লক্ষ্যের পাশে। 
ভয় গিলে দুর্বার বেগে ইচ্ছে সমস্ত ঝাপসা, 
শান্তি খোঁড়াখুঁড়ি তখন ছায়ায় ডুবে।
তারপরে স্বচ্ছ ঋতু জড়িয়ে নিলে তোমার আদলে 
পয়গম্বর স্বপ্নে-ভ্রমে চেনা চেনা হাহাকার ভাসিয়ে তোলে। 

নির্মোহ হতে শেখায় যে মুহুর্ত-
ফাঁকা মাঠ, সহজ বাতাস-
তাকে হিংসে করে ফেলি, বলাবাহুল্য। 
আমি জলবিন্দুর গায়ে এক অনু সান্নিধ্য, 
শুধু সবুজ ছিল বলে ফোঁপানির আড়ালে
ভেজা মাটির গন্ধ ছড়িয়ে দিয়েছিলে! #abstract_poetry #piu_sangita #yqtales #yqbaba
Pic credit: debo na😏
যে শব্দ অস্বীকার করতে পারি না,
তার এক হাত দূরেই নিস্তব্ধতা লেপ্টে  আছে।
পাতাঝরা মরসুমে তোমার পথে 
ঊষর নিঃশ্বাস ফেলি; 
ইতিহাস মেলে ধরি খুঁটি পুঁতে লক্ষ্যের পাশে। 
ভয় গিলে দুর্বার বেগে ইচ্ছে সমস্ত ঝাপসা, 
শান্তি খোঁড়াখুঁড়ি তখন ছায়ায় ডুবে।
তারপরে স্বচ্ছ ঋতু জড়িয়ে নিলে তোমার আদলে 
পয়গম্বর স্বপ্নে-ভ্রমে চেনা চেনা হাহাকার ভাসিয়ে তোলে। 

নির্মোহ হতে শেখায় যে মুহুর্ত-
ফাঁকা মাঠ, সহজ বাতাস-
তাকে হিংসে করে ফেলি, বলাবাহুল্য। 
আমি জলবিন্দুর গায়ে এক অনু সান্নিধ্য, 
শুধু সবুজ ছিল বলে ফোঁপানির আড়ালে
ভেজা মাটির গন্ধ ছড়িয়ে দিয়েছিলে! #abstract_poetry #piu_sangita #yqtales #yqbaba
Pic credit: debo na😏
anonentity3110

A Non Entity

New Creator