এই যে তুমি কথায় কথায় মিথ্যের এত বুলি পাড়ো, বুঝি ক্লান্ত হওনা কখনো? নিয়ম করে,বাছাই করা মিথ্যে দিয়ে যে শহর তুমি গড়ো, সেই শহরে, সত্যগুলিকে কোথায় লুকিয়ে ফেলো! হাতের মাঝে ছিল যে হাত- মিথ্যে ছিলো, তোমার যে-সব সময়,আমার ছিল - তারাও মিথ্যে ছিলো! দেখিয়ে ছিলে যত টান- তাও মিথ্যে ছিলো! যে সুখদের দিয়েছিলে আমার নামে লিখে- মিথ্যে ছিলো। কীভাবে এত সুন্দর করে, মিথ্যে ঘিরে স্বপ্নের জাল বোনো! এতো এতো মিথ্যের মাঝে, সময় হঠাৎ থামিয়ে দিলো- যেতে যেতে চাইলে আমার ভালো; এ কি সত্যি ছিলো! সব যদি হয় মিথ্যে, তবুও মিথ্যে ভালো- সে মিথ্যের শহর, আমার ছিলো ভীষন প্রিয়। এই ছবিটিকে ব্যাকগ্রাউন্ডে রেখে, তার উপর লিখে ফেলো যথাযথ একটি ছোটো কোট – ছবিটির তোমার মতো করে ইন্টারপ্রিটেশন, অথবা, ছবিটি দেখে যা তোমার মাথায় আসে। Collab করো, অথবা ছবিটিকে সেভ করে তোমার লেখার ব্যাকগ্রাউন্ড হিসেবে পরে ব্যবহার করো। ক্যাপশনে রেখো #piccontest126 #YourQuoteAndMine Collaborating with YourQuote Dada