Nojoto: Largest Storytelling Platform

প্রাক স্বাধীনতার গল্পো: তখন দ্রুত খবর আদানপ্রদানে

প্রাক স্বাধীনতার গল্পো:

তখন দ্রুত খবর আদানপ্রদানের জন্য একমাত্র টেলিগ্রাম ছিলো অন্যতম উপায়।

এক ভদ্রলোকের স্ত্রী সন্তানসম্ভবা। গণৎকার বলেছেন  তাঁর ছেলে হবে। তাই বিশ্বাস আর আগ্রহ নিয়ে অপেক্ষায় আছেন। 😕

কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাঁর কর্মস্থল বদলি হলো। নতুন জায়গায় যাবার আগে শ্বশুরমশাইকে বলে গেলেন, "দেখুন নতুন জায়গায় ছেলে হয়েছে জানলে আবার পার্টি দিতে হবে, তাই আপনি "ঘড়ি এসেছে" এই কথাটা লিখে টেলিগ্রাম করে দিলে, আমি বুঝে নেবো যে ছেলে হয়েছে। আমি কিন্তু খুব টেনশনে থাকলাম।"😰

যথাসময়ে একটি ফুটফুটে মেয়ে হলো। 👧
এবার শ্বশুরমশাই পড়ে গেলেন মহা মুশকিলে। তিনি না পারছেন "ঘড়ি এসেছে" লিখতে, আবার ঘড়ি আসেনি লিখলেও জামাই অন্য কোনও বিপদের আশংকা করবে। 🤔😥

তখন ভেবেচিন্তে তিনি একটি টেলিগ্রাম পাঠিয়ে নিশ্চিন্তে হাসিমুখে বাড়ি ফিরলেন।😌

"ঘড়ি এসেছে কিন্তু পেন্ডুলাম ছাড়া।"
😝😝😝😝😜😜😜😜😝😜😝 #ঘড়ি
প্রাক স্বাধীনতার গল্পো:

তখন দ্রুত খবর আদানপ্রদানের জন্য একমাত্র টেলিগ্রাম ছিলো অন্যতম উপায়।

এক ভদ্রলোকের স্ত্রী সন্তানসম্ভবা। গণৎকার বলেছেন  তাঁর ছেলে হবে। তাই বিশ্বাস আর আগ্রহ নিয়ে অপেক্ষায় আছেন। 😕

কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাঁর কর্মস্থল বদলি হলো। নতুন জায়গায় যাবার আগে শ্বশুরমশাইকে বলে গেলেন, "দেখুন নতুন জায়গায় ছেলে হয়েছে জানলে আবার পার্টি দিতে হবে, তাই আপনি "ঘড়ি এসেছে" এই কথাটা লিখে টেলিগ্রাম করে দিলে, আমি বুঝে নেবো যে ছেলে হয়েছে। আমি কিন্তু খুব টেনশনে থাকলাম।"😰

যথাসময়ে একটি ফুটফুটে মেয়ে হলো। 👧
এবার শ্বশুরমশাই পড়ে গেলেন মহা মুশকিলে। তিনি না পারছেন "ঘড়ি এসেছে" লিখতে, আবার ঘড়ি আসেনি লিখলেও জামাই অন্য কোনও বিপদের আশংকা করবে। 🤔😥

তখন ভেবেচিন্তে তিনি একটি টেলিগ্রাম পাঠিয়ে নিশ্চিন্তে হাসিমুখে বাড়ি ফিরলেন।😌

"ঘড়ি এসেছে কিন্তু পেন্ডুলাম ছাড়া।"
😝😝😝😝😜😜😜😜😝😜😝 #ঘড়ি

#ঘড়ি