Nojoto: Largest Storytelling Platform

নাইভ অপটিমিজম তুমি সীমাবদ্ধ চেনা উপন্যাসের শব্দে

নাইভ অপটিমিজম 

তুমি সীমাবদ্ধ চেনা উপন্যাসের শব্দে l আমার পরিণত বয়েসের অপরিণত মনে তুমি আজও আসো নাইভ অপটিমিজম এর সহজ স্বরলিপির জাল বুনে, ঠিক যেনো হেমন্তের হাহাকার ওঠে শরতের বিদায়ের প্রবৃদ্ধ কোণে l তুমি প্রচ্ছন্ন, কবিতার গদ্যে l দূর হতে ভেসে আসা ঝুমুর তালের বাহারি ছন্দে l আকাশি রঙের যেই পাখিটা বন্ধ জানালায় আসে যায় l কেনো জানি না বোধ হয় তার বাসায় ফেরার তাগিদ নাই ! পল্লী বাংলার চেনা মাটির গন্ধে যেমন কবিতা শুকায়, তৃস্নার্ত পাঠকের বুকে গল্প-প্রেম বরাবরই অধরাই l

©MOSHARAF HOSSAIN MONDAL #Exploration #Golpo
নাইভ অপটিমিজম 

তুমি সীমাবদ্ধ চেনা উপন্যাসের শব্দে l আমার পরিণত বয়েসের অপরিণত মনে তুমি আজও আসো নাইভ অপটিমিজম এর সহজ স্বরলিপির জাল বুনে, ঠিক যেনো হেমন্তের হাহাকার ওঠে শরতের বিদায়ের প্রবৃদ্ধ কোণে l তুমি প্রচ্ছন্ন, কবিতার গদ্যে l দূর হতে ভেসে আসা ঝুমুর তালের বাহারি ছন্দে l আকাশি রঙের যেই পাখিটা বন্ধ জানালায় আসে যায় l কেনো জানি না বোধ হয় তার বাসায় ফেরার তাগিদ নাই ! পল্লী বাংলার চেনা মাটির গন্ধে যেমন কবিতা শুকায়, তৃস্নার্ত পাঠকের বুকে গল্প-প্রেম বরাবরই অধরাই l

©MOSHARAF HOSSAIN MONDAL #Exploration #Golpo