Nojoto: Largest Storytelling Platform

পদ্মফুল পাঁকে জন্মায় তাই বলে তার গায়ে কি এতোটুকু

পদ্মফুল পাঁকে জন্মায়
তাই বলে তার গায়ে কি এতোটুকুও পাঁক লাগে?
নাকি পদ্মপাতায় থাকে জলের দাগ?
কিন্তু আমরা সংসারে থেকে শুধুই আমার আমার করতে থাকি।
আর ক্রমশ নিমজ্জিত হই পাঁকে।
একশত আট কেন?তার দ্বিগুণ ইন্দিবর অর্পণ করলেও
দেবী প্রসন্না হবেন না আমাদের উপর।
যতক্ষণ না আমাদের হৃদয় কুসুম শুদ্ধ করছি
মুক্তি নেই জেনো কিছুতেই।
আর যদি শতদলের পাপড়ি জুড়ে লিখে দাও একালের শ্লোগান
তবে তো কথাই নেই
নরকের কীট একেবারে অবধারিত।
গুবরে পোকা.. সেই কিন্তু পূণ্যবান। #piccontest85

এই ছবিটিকে ব্যাকগ্রাউন্ডে রেখে, তার উপর লিখে ফেলো যথাযথ একটি ছোটো কোট - ছবিটির তোমার মতো করে ইন্টারপ্রিটেশন, অথবা, ছবিটি দেখে যা তোমার মাথায় আসে।

Collab করো, অথবা ছবিটিকে সেভ করে তোমার লেখার ব্যাকগ্রাউন্ড হিসেবে পরে ব্যবহার করো। 

ক্যাপশনে রেখো #piccontest85
পদ্মফুল পাঁকে জন্মায়
তাই বলে তার গায়ে কি এতোটুকুও পাঁক লাগে?
নাকি পদ্মপাতায় থাকে জলের দাগ?
কিন্তু আমরা সংসারে থেকে শুধুই আমার আমার করতে থাকি।
আর ক্রমশ নিমজ্জিত হই পাঁকে।
একশত আট কেন?তার দ্বিগুণ ইন্দিবর অর্পণ করলেও
দেবী প্রসন্না হবেন না আমাদের উপর।
যতক্ষণ না আমাদের হৃদয় কুসুম শুদ্ধ করছি
মুক্তি নেই জেনো কিছুতেই।
আর যদি শতদলের পাপড়ি জুড়ে লিখে দাও একালের শ্লোগান
তবে তো কথাই নেই
নরকের কীট একেবারে অবধারিত।
গুবরে পোকা.. সেই কিন্তু পূণ্যবান। #piccontest85

এই ছবিটিকে ব্যাকগ্রাউন্ডে রেখে, তার উপর লিখে ফেলো যথাযথ একটি ছোটো কোট - ছবিটির তোমার মতো করে ইন্টারপ্রিটেশন, অথবা, ছবিটি দেখে যা তোমার মাথায় আসে।

Collab করো, অথবা ছবিটিকে সেভ করে তোমার লেখার ব্যাকগ্রাউন্ড হিসেবে পরে ব্যবহার করো। 

ক্যাপশনে রেখো #piccontest85