Nojoto: Largest Storytelling Platform

অনেক সময়ের অভ্যাস , এখন অনুষ্ঠান । ভাষা আন্দোলনের

অনেক সময়ের অভ্যাস , এখন অনুষ্ঠান ।
ভাষা আন্দোলনের ইতিহাস , এই চোখে ।

ভেঙে গেছে জন্ম নেওয়ায় , সব স্বাদ ।
নীরব রাতের হাসনাহেনা , সেই আঁকে ।

অন্ধকার প্রদীপের ভূমিকা , জীবন ।
অবয়বে গড়ে ওঠে প্রাসাদ , নিশ্বাস মিশে ।

শত ডাক ছুঁয়ে যায়  , নীল অনুভূতি ।
আঁচল রেখে প্রার্থনা , আমাদের সন্ধ্যে । // হাসনাহেনার রাত । শুভ সরকার //
// ৮ই কার্তিক/ ১৪২৯ বঙ্গাব্দ //

•
•
•
#yababa 
#yqdada
অনেক সময়ের অভ্যাস , এখন অনুষ্ঠান ।
ভাষা আন্দোলনের ইতিহাস , এই চোখে ।

ভেঙে গেছে জন্ম নেওয়ায় , সব স্বাদ ।
নীরব রাতের হাসনাহেনা , সেই আঁকে ।

অন্ধকার প্রদীপের ভূমিকা , জীবন ।
অবয়বে গড়ে ওঠে প্রাসাদ , নিশ্বাস মিশে ।

শত ডাক ছুঁয়ে যায়  , নীল অনুভূতি ।
আঁচল রেখে প্রার্থনা , আমাদের সন্ধ্যে । // হাসনাহেনার রাত । শুভ সরকার //
// ৮ই কার্তিক/ ১৪২৯ বঙ্গাব্দ //

•
•
•
#yababa 
#yqdada
shuvosarkar1619

Shuvo Sarkar

New Creator