Nojoto: Largest Storytelling Platform

সময়ের সাথে অনুভূতি পথ হারায়, বিচ্ছেদের দাঁড়িপাল্লা

সময়ের সাথে অনুভূতি পথ হারায়,
বিচ্ছেদের দাঁড়িপাল্লায় প্রতিশ্রুতিরা অসহায়!
আজীবন থাকার শপথ নাই বা করলে,
প্রতিক্ষণ থেকো পাশে,জীবনের অন্তিম প্রহর ভেবে। আজ ১১ ফেব্রুয়ারি,, ভালোবাসা সপ্তাহের পঞ্চম দিন অর্থাৎ Promise Day . এইদিন প্রেমিক-প্রেমিকা সারা জীবন একসঙ্গে থাকার প্রতিজ্ঞা করেন এবং শুধু প্রেমিক প্রেমিকা নয় অনেক সম্পর্কেরই প্রতিজ্ঞা এই দিন হয়। এই উপলক্ষে#অন্তরডায়েরি আপনাদের কাছে নিয়ে আসলো আজ আবার নতুন ধরেনের #দুইকোলাব

🔵 আজ আপনারা "কথা দিলাম" এই শব্দ দুটিকে আপনাদের লেখার মধ্যে রেখে একটি বক্সে কোলাব করবেন এবং আপনারা কোলাব অপশন অন রেখে পরের বক্সে লেখার জন্য আপনাদের বন্ধুদেরকে আমন্ত্রণ জানাবেন। 

🟣 আজকে লেখার শর্ত ১)লেখাটি যেন বাক্সের বাইরে না যায়। 
২) লেখার মধ্যে "কথা দিলাম" শব্দ দুটি থাকতে হবে।
সময়ের সাথে অনুভূতি পথ হারায়,
বিচ্ছেদের দাঁড়িপাল্লায় প্রতিশ্রুতিরা অসহায়!
আজীবন থাকার শপথ নাই বা করলে,
প্রতিক্ষণ থেকো পাশে,জীবনের অন্তিম প্রহর ভেবে। আজ ১১ ফেব্রুয়ারি,, ভালোবাসা সপ্তাহের পঞ্চম দিন অর্থাৎ Promise Day . এইদিন প্রেমিক-প্রেমিকা সারা জীবন একসঙ্গে থাকার প্রতিজ্ঞা করেন এবং শুধু প্রেমিক প্রেমিকা নয় অনেক সম্পর্কেরই প্রতিজ্ঞা এই দিন হয়। এই উপলক্ষে#অন্তরডায়েরি আপনাদের কাছে নিয়ে আসলো আজ আবার নতুন ধরেনের #দুইকোলাব

🔵 আজ আপনারা "কথা দিলাম" এই শব্দ দুটিকে আপনাদের লেখার মধ্যে রেখে একটি বক্সে কোলাব করবেন এবং আপনারা কোলাব অপশন অন রেখে পরের বক্সে লেখার জন্য আপনাদের বন্ধুদেরকে আমন্ত্রণ জানাবেন। 

🟣 আজকে লেখার শর্ত ১)লেখাটি যেন বাক্সের বাইরে না যায়। 
২) লেখার মধ্যে "কথা দিলাম" শব্দ দুটি থাকতে হবে।