ভেজা মেঘের মতো। অবুঝ আকাশে উড়তে উড়তে- যদি জীবন সুতোয় টান পড়ে, চ্ছিন্ন করে সকল মায়া; মহাকাশের বুকে যাব হারিয়ে ভাসতে ভাসতে। অন্তর ডায়েরি নিয়ে এলো আপনাদের কাছে আজ আবার নতুন ধরনের #collabchallenge ! "ভেসে থাকতে চাই ।" এই লাইনটার উপর ভিত্তি করে লিখে ফেলুন আপনারা আপনাদের মনের ভাব ।। সময়সীমা কাল সন্ধা ৭ টা পর্যন্ত। সেরা লেখা টা আমদের ফেসবুক পেজে পোস্ট করা হবে এবং সাপ্তাহিক সেরা লেখক কে পুরস্কৃত করা হবে।