Nojoto: Largest Storytelling Platform

চেতনা বিশেষ কোনো পুজোর দিনে ব্রত কিংবা জন্মদিনে ঘট

চেতনা
বিশেষ কোনো পুজোর দিনে ব্রত কিংবা জন্মদিনে ঘটা করে যেতাম মন্দির,
ফুল মিষ্টি ফলের ডালা শুদ্ধ বস্ত্র তুলসী মালা বিষয়টি গুরুগম্ভীর।
পুজোর লাইন অনেক বড় নাম গোত্র মনে করো পুরোহিতকে বলো ঠিকঠিক,
আছে যত মনোকামনা চাকরি বাকরি বিষয় বাসনা পূরণ হলে শধবে মানসিক।
এখন আমি জানতে পারি ভগবান আমার ভেতরি পুজোর জন্য যেতে হয় না মন্দির,
বাসি কাপড়ে মন্ত্রোচ্চারণ শুদ্ধ থাকলেই হবে মন মায়ের নামেই সংকল সুস্থির।
মায়ের কাছে চাইবো কি পাওয়ার কিছু নেই বাকি জন্মের আগেই মাতৃদুগ্ধ দান-
ফুল জল সব ই তোমার নিজের কিছুই নেই আমার সদা যেন করি নামগান।
  #পুজো 
#মন্দির 
#ফুল 
#ভগবান 
#মনোকথা
#নামগান
#পক্ষীরাজ
চেতনা
বিশেষ কোনো পুজোর দিনে ব্রত কিংবা জন্মদিনে ঘটা করে যেতাম মন্দির,
ফুল মিষ্টি ফলের ডালা শুদ্ধ বস্ত্র তুলসী মালা বিষয়টি গুরুগম্ভীর।
পুজোর লাইন অনেক বড় নাম গোত্র মনে করো পুরোহিতকে বলো ঠিকঠিক,
আছে যত মনোকামনা চাকরি বাকরি বিষয় বাসনা পূরণ হলে শধবে মানসিক।
এখন আমি জানতে পারি ভগবান আমার ভেতরি পুজোর জন্য যেতে হয় না মন্দির,
বাসি কাপড়ে মন্ত্রোচ্চারণ শুদ্ধ থাকলেই হবে মন মায়ের নামেই সংকল সুস্থির।
মায়ের কাছে চাইবো কি পাওয়ার কিছু নেই বাকি জন্মের আগেই মাতৃদুগ্ধ দান-
ফুল জল সব ই তোমার নিজের কিছুই নেই আমার সদা যেন করি নামগান।
  #পুজো 
#মন্দির 
#ফুল 
#ভগবান 
#মনোকথা
#নামগান
#পক্ষীরাজ

#পুজো #মন্দির #ফুল #ভগবান #মনোকথা #নামগান #পক্ষীরাজ