White মা তুমি আছো বলে এত কঠিন পথ পেরিয়ে যেতে পেরেছি। মা তুমি আছো বলে নির্ভয়ে ছুঁতে পেরেছি অজানা কত পথ। তোমার দেখা স্বপ গুলো সাজিয়ে ছিলাম কত ফুলের মালায়। তোমার ডাকে ফুলের বৃষ্টি হোক গাছে আসুক আবার নতুন পাতা। ✍️অঞ্জলী দাশ গুপ্ত ©Anjali Das Gupta #love_shayari#love_shayari #Nojoto #Like #Love #