Nojoto: Largest Storytelling Platform

স্কুল এর মাঠের পলাশ গাছটি ফুলে ভরে আছে। দাঁড়িয়ে আছ

স্কুল এর মাঠের পলাশ গাছটি ফুলে ভরে আছে। দাঁড়িয়ে আছি আমি নতুন পায়জামা পাঞ্জাবি পড়ে বন্ধুরা কখন  আসবে  সেই  অপেক্ষায়। বন্ধুরা অনেকেই শার্ট-প্যান্ট পড়ে আসবে।  আমার অস্বস্তি হচ্ছিল  তাই। হঠাৎ দেখি পিয়া দাঁড়িয়ে আছে সামনেই।  আরে! আমি তো খেয়ালই করিনি। হলুদ শাড়ি, খোঁপা করেছে লম্বা চুলে যা ওকে অনবদ্য করে তুলেছে। আর ওর লাজুক চাহনি এটা আমায় বলেছিল,  যে আমিই খালি ওকে দেখে মুগ্ধ হইনি,  ওরও তেমনই কিছু মনে হয়েছে। পলাশ ভরা মাটিতে তখন খালি আমি আর পিয়া। 
- এক সরস্বতী পুজোর গল্প............ #saraswatipujo 
#golpo 
#schoolmemories 
#falgun
স্কুল এর মাঠের পলাশ গাছটি ফুলে ভরে আছে। দাঁড়িয়ে আছি আমি নতুন পায়জামা পাঞ্জাবি পড়ে বন্ধুরা কখন  আসবে  সেই  অপেক্ষায়। বন্ধুরা অনেকেই শার্ট-প্যান্ট পড়ে আসবে।  আমার অস্বস্তি হচ্ছিল  তাই। হঠাৎ দেখি পিয়া দাঁড়িয়ে আছে সামনেই।  আরে! আমি তো খেয়ালই করিনি। হলুদ শাড়ি, খোঁপা করেছে লম্বা চুলে যা ওকে অনবদ্য করে তুলেছে। আর ওর লাজুক চাহনি এটা আমায় বলেছিল,  যে আমিই খালি ওকে দেখে মুগ্ধ হইনি,  ওরও তেমনই কিছু মনে হয়েছে। পলাশ ভরা মাটিতে তখন খালি আমি আর পিয়া। 
- এক সরস্বতী পুজোর গল্প............ #saraswatipujo 
#golpo 
#schoolmemories 
#falgun
taniasarkar4187

Tania Sarkar

New Creator