শব্দ খেলা ====== গল্পগুলোয় জং ধরেছে, স্বপ্নগুলো শুকিয়ে গেছে, রূপকথাদের রং ছিনিয়ে, বাস্তবতা গ্রাস করেছে। কাগজের সব নৌকাগুলো, উল্টে গিয়ে ডুব মেরেছে, তাসের দেশের চরিত্র সব, ঘর বানাতে দেশ ছেড়েছে। খুব কেঁদেছে... ইস্কাবনের রানী যখন, গোলাম করে পালিয়ে গেছে, তাসের ঘর সে পুড়িয়ে গেছে, বাঁচার লড়াই ক্ষ্মীন হয়েছে। সুখ খুঁজেছে... দুঃখেরা সব দল বেঁধেছে, রঙমশালের পাল তুলেছে, আতসবাজি বুকের ভেতর, জিতবে বলে জেদ ধরেছে। স্বপ্ন তবু জিইয়ে আছে... হৃৎপিন্ডের কুলুঙ্গিতে, বসন্তের ওই ঠিক শুরুতে, (যেমন) নতুন পাতা গজিয়ে ওঠে, পুরনোর ওই ধ্বংস স্তুপে। দিক পাবে ঠিক... জং ধরা ওই গল্পেরা সব, হবে দামী, খুব বিকোবে, শুকোনো ওই স্বপ্নেরা সব, বারুদ পাবে, জ্বালবে মশাল, রদবদলের গান শোনাবে। ©Subhankar শব্দ খেলা #begalipoetry