Nojoto: Largest Storytelling Platform

মুক্ত ঝরা হাসি তোমার পাগল করা চাহুনি হার মানা হার

মুক্ত ঝরা হাসি তোমার পাগল করা চাহুনি
হার মানা হার গলায় দিলে তুমি যে ইন্দ্রানী।
সাড়ে চুয়াত্তরে তোমার প্রথম সাক্ষাৎ উত্তমের সনে
সেই জুটি আজও জীবিত সিনেমা প্রেমীদের মনে।
শ্রীকান্তের রাজলক্ষ্মী তুমি, হসপিটালের সেবিকা
যে দীপ তুমি জ্বালিয়েছিলে নেভেনি তার শিখা।
শাপমোচনে পারদর্শী এমনি ফরিয়াদ
পথে হলো দেরি, তবু হারানো সুর ইয়াদ।
সবার উপরে উত্তম ছিল তুমি তার রমা
উত্তম বিয়োগে নয়ন আঁধী হাসিতে পড়লো কমা।
রামকৃষ্ণে শরণাপন্ন হয়ে তুমি আজ দেহের ওপারে
চির ভাস্বর সুচিত্রা সেন আছো প্রতিটি অন্তরে। অন্তর ডায়েরি পক্ষ থেকে মহা নায়িকা সুচিত্রা সেনকে শুভ জন্মদিনে জানাই শ্রদ্ধাঞ্জলি।আজ অনেকে হয়তো ভুলে গেছে এই মহান ব্যক্তি তার কথা, তবেই উনার অবদান থেকেই গেছে সকলের অন্তরে অন্তরে। বিভিন্ন স্বাদের মনমুগ্ধকর ছবি উপহার দিয়েছেন উনি আমাদের। মহানায়িকা খ্যাত ওনাকে জানাই আজি শুভ দিনে শুভ জন্মদিন শতকোটি প্রণাম।।


🔵আজকে "সুচিত্রা সেন"জন্মদিন উপলক্ষে লিখে ফেলুন আপনারা আপনাদের মনের মত কিছু কথা।

🔴. নিয়ম _১) আজ কোন নির্দিষ্ট নিয়ম নেই, তবে লেখাটার জন্য ছবির উপরে না যাই। আর বক্সের মধ্যে যেন লেখাটা সীমাবদ
মুক্ত ঝরা হাসি তোমার পাগল করা চাহুনি
হার মানা হার গলায় দিলে তুমি যে ইন্দ্রানী।
সাড়ে চুয়াত্তরে তোমার প্রথম সাক্ষাৎ উত্তমের সনে
সেই জুটি আজও জীবিত সিনেমা প্রেমীদের মনে।
শ্রীকান্তের রাজলক্ষ্মী তুমি, হসপিটালের সেবিকা
যে দীপ তুমি জ্বালিয়েছিলে নেভেনি তার শিখা।
শাপমোচনে পারদর্শী এমনি ফরিয়াদ
পথে হলো দেরি, তবু হারানো সুর ইয়াদ।
সবার উপরে উত্তম ছিল তুমি তার রমা
উত্তম বিয়োগে নয়ন আঁধী হাসিতে পড়লো কমা।
রামকৃষ্ণে শরণাপন্ন হয়ে তুমি আজ দেহের ওপারে
চির ভাস্বর সুচিত্রা সেন আছো প্রতিটি অন্তরে। অন্তর ডায়েরি পক্ষ থেকে মহা নায়িকা সুচিত্রা সেনকে শুভ জন্মদিনে জানাই শ্রদ্ধাঞ্জলি।আজ অনেকে হয়তো ভুলে গেছে এই মহান ব্যক্তি তার কথা, তবেই উনার অবদান থেকেই গেছে সকলের অন্তরে অন্তরে। বিভিন্ন স্বাদের মনমুগ্ধকর ছবি উপহার দিয়েছেন উনি আমাদের। মহানায়িকা খ্যাত ওনাকে জানাই আজি শুভ দিনে শুভ জন্মদিন শতকোটি প্রণাম।।


🔵আজকে "সুচিত্রা সেন"জন্মদিন উপলক্ষে লিখে ফেলুন আপনারা আপনাদের মনের মত কিছু কথা।

🔴. নিয়ম _১) আজ কোন নির্দিষ্ট নিয়ম নেই, তবে লেখাটার জন্য ছবির উপরে না যাই। আর বক্সের মধ্যে যেন লেখাটা সীমাবদ