Nojoto: Largest Storytelling Platform

তুমি নাই তুমি নাই - অভিমানে জর্জর বিষাদের পটভূমি দ

তুমি নাই তুমি নাই -
অভিমানে জর্জর বিষাদের পটভূমি
দেখি নাই, বহুদিন, দুরাভাসে আবছা আওয়াজ।

ভুল রঙ ভুল সুর
পলাশের লাল।

কাটলো বসন্ত
কত মানুষের রঙ এ-
তুমি নেই বলে 
বিবর্ণ পলাশের মনখারাপ।
তবু থাকবো জেনে
দেখা দিল,
অপলক দৃষ্টিতে চেয়ে থাকলাম।
ছেয়ে গেলো অন্তরে বাহিরে। #distancerelationships#yourquotebaba
তুমি নাই তুমি নাই -
অভিমানে জর্জর বিষাদের পটভূমি
দেখি নাই, বহুদিন, দুরাভাসে আবছা আওয়াজ।

ভুল রঙ ভুল সুর
পলাশের লাল।

কাটলো বসন্ত
কত মানুষের রঙ এ-
তুমি নেই বলে 
বিবর্ণ পলাশের মনখারাপ।
তবু থাকবো জেনে
দেখা দিল,
অপলক দৃষ্টিতে চেয়ে থাকলাম।
ছেয়ে গেলো অন্তরে বাহিরে। #distancerelationships#yourquotebaba