Nojoto: Largest Storytelling Platform

On the occasion of Janmashtami 'ধুস, এ কেমন জন্মদি

On the occasion of Janmashtami 'ধুস, এ কেমন জন্মদিন। মোমবাতি জ্বালিয়ে কেক কাটা নেই, রঙিন টুপি নেই। বাচ্ছাদের হৈ হল্লা নেই। ভাল্লাগে না এমন জন্মদিন...' কথা গুলো বলতে বলতে সোনা'র ঠোঁট উল্টানো দেখে আমার হাসি পেয়ে গেল। বললাম, 'এই জন্মদিনে ওসব করা যায় না সোনা মা। নিয়ম নেই।'
"কেন, নিয়ম নেই কেন ! গোপালঠাকুর কি গরিব নাকি!'

নাঃ, একথার আর জবাব দিতে পারলাম না।
জগৎ সংসারের সৃষ্টি কর্তা, পালন কর্তা গরিব কিনা আমার জানা নেই। তবে এটাও ঠিক বহুযুগ আগে তৈরি শাস্ত্রবিধি মেনে যুগ যুগ ধরে একই নিয়মে জন্মদিন পালন রীতির এবার পরিবর্তন দরকার। শুধুমাত্র দেবত্বের দোহাই দিয়ে নিয়মের বেড়াজালে বেঁধে আমাদের দৈনন্দিন ব্যবহারিক জীবন থেকে তাঁকে ব্রাত্য করে রাখার কোনও মানেই হয় না।
জীবনের সমস্ত আবেগ, অনুভূতি, হর্ষ বিষাদ সমানভাবে ভাগ করতে শিখলে তবেই সে হয়ে উঠবে আমাদের
একান্ত আপন... # চেতনা
On the occasion of Janmashtami 'ধুস, এ কেমন জন্মদিন। মোমবাতি জ্বালিয়ে কেক কাটা নেই, রঙিন টুপি নেই। বাচ্ছাদের হৈ হল্লা নেই। ভাল্লাগে না এমন জন্মদিন...' কথা গুলো বলতে বলতে সোনা'র ঠোঁট উল্টানো দেখে আমার হাসি পেয়ে গেল। বললাম, 'এই জন্মদিনে ওসব করা যায় না সোনা মা। নিয়ম নেই।'
"কেন, নিয়ম নেই কেন ! গোপালঠাকুর কি গরিব নাকি!'

নাঃ, একথার আর জবাব দিতে পারলাম না।
জগৎ সংসারের সৃষ্টি কর্তা, পালন কর্তা গরিব কিনা আমার জানা নেই। তবে এটাও ঠিক বহুযুগ আগে তৈরি শাস্ত্রবিধি মেনে যুগ যুগ ধরে একই নিয়মে জন্মদিন পালন রীতির এবার পরিবর্তন দরকার। শুধুমাত্র দেবত্বের দোহাই দিয়ে নিয়মের বেড়াজালে বেঁধে আমাদের দৈনন্দিন ব্যবহারিক জীবন থেকে তাঁকে ব্রাত্য করে রাখার কোনও মানেই হয় না।
জীবনের সমস্ত আবেগ, অনুভূতি, হর্ষ বিষাদ সমানভাবে ভাগ করতে শিখলে তবেই সে হয়ে উঠবে আমাদের
একান্ত আপন... # চেতনা

# চেতনা #story