ব্যস্ত তুমি ভীষণ আজও, সময় হয়েছে কম। অপেক্ষারা দেয় সঙ্গ আমার , কেমন আটকে যাচ্ছে দম। ভয় ভয় শুধু দিন গোনা ,হারিয়ে যাচ্ছে বোধহয় সব। চোখ খুললেই মিলিয়ে যাবে, বেরঙ্গীন হবে যাবে সব। একলা ঘরে একলা সাথী ভাবুক হয়ে বসে, আসবে হয়তো এই বুঝি তুমি, আমায় নেবে আবার আপন করে। অঞ্জলী দাশ গুপ্ত #অপেক্ষার মাঝে আছো এমন ,না চাইলেও বার বার ভেসে ওঠে সেই মুখ ,সেই নাম।