Nojoto: Largest Storytelling Platform

একটা সময় ; পরিচিত বা পরিচিত নয় ; বিপন্নতা বাঁচিয়ে

একটা সময় ;
পরিচিত বা পরিচিত নয় ;
বিপন্নতা বাঁচিয়ে চলা মুখোমুখি,বিপ্রতীপে---
একটা সময় কেটে যায় অনেককিছুই বুঝে নিতে ;
মুহূর্ত ভাঙে, মুহূর্ত গড়ে নিয়মিত কিংবা ব্যতিক্রম
একটা সময় শুধুই ভুল, আবার ভাঙে হঠাৎ মতিভ্রম ;
ভাঙতে ভাঙতে মন ভাঙে...
ভাঙে শরীর ইট-কাঠ-আস্তানা
নিমেষে উধাও স্বপ্ন আশা উধাও সুখের ঠিকানা ;
একটা সময়---
জানি আপেক্ষিক নিশ্চয় ;
সংঘাতে মিলেমিশে দ্বিধাহীন, সংশয় ;
চাহিদা বা অধিকার মৌন-মুখরতা,,
সময় লেখে ইতিহাস, জীবনের কবিতা |

 #সময়ের কবিতা
#বাংলা
একটা সময় ;
পরিচিত বা পরিচিত নয় ;
বিপন্নতা বাঁচিয়ে চলা মুখোমুখি,বিপ্রতীপে---
একটা সময় কেটে যায় অনেককিছুই বুঝে নিতে ;
মুহূর্ত ভাঙে, মুহূর্ত গড়ে নিয়মিত কিংবা ব্যতিক্রম
একটা সময় শুধুই ভুল, আবার ভাঙে হঠাৎ মতিভ্রম ;
ভাঙতে ভাঙতে মন ভাঙে...
ভাঙে শরীর ইট-কাঠ-আস্তানা
নিমেষে উধাও স্বপ্ন আশা উধাও সুখের ঠিকানা ;
একটা সময়---
জানি আপেক্ষিক নিশ্চয় ;
সংঘাতে মিলেমিশে দ্বিধাহীন, সংশয় ;
চাহিদা বা অধিকার মৌন-মুখরতা,,
সময় লেখে ইতিহাস, জীবনের কবিতা |

 #সময়ের কবিতা
#বাংলা
jayantaroy2876

Jayanta Roy

New Creator

#সময়ের কবিতা #বাংলা