Nojoto: Largest Storytelling Platform

ঝড়ে পড়া পাতার মত বয়ে যাচ্ছে দিনগুলি বাতাস রুপী

ঝড়ে পড়া পাতার মত
বয়ে যাচ্ছে দিনগুলি
বাতাস রুপী 
সময়ের তরঙ্গে
বৃক্ষ জার নাম জীবন
পাল্টাচ্ছে নানান রঙ
প্রতিবার
নুতন ঋতুর আড়ম্বরে
আজকের প্রীতি
কালকের সাথী
সৈসবের সংকল্প
যৌবনের গল্প
অতীতের স্মৃতি
ভবিষ্যতের কল্প
সকল পাওয়া না-পাওয়া
দেয়া না-দেয়ার
অভিমানের
আর আবদারের
হিসেবের সর্বমুল
এক শূন্য
যা ক্রমে ক্রমে
বাড়াচ্ছে তার আয়ত্ত
আর একদিন 
সব শেষে
তল যাবে যাবতীয়
এই শূন্যের গভীরে *** শূন্য ***
 #bengalipoem #bengalipoetry #yourquotedada #bengalipost #bengaliwriting #yqdada #bengali #bengali_poem
ঝড়ে পড়া পাতার মত
বয়ে যাচ্ছে দিনগুলি
বাতাস রুপী 
সময়ের তরঙ্গে
বৃক্ষ জার নাম জীবন
পাল্টাচ্ছে নানান রঙ
প্রতিবার
নুতন ঋতুর আড়ম্বরে
আজকের প্রীতি
কালকের সাথী
সৈসবের সংকল্প
যৌবনের গল্প
অতীতের স্মৃতি
ভবিষ্যতের কল্প
সকল পাওয়া না-পাওয়া
দেয়া না-দেয়ার
অভিমানের
আর আবদারের
হিসেবের সর্বমুল
এক শূন্য
যা ক্রমে ক্রমে
বাড়াচ্ছে তার আয়ত্ত
আর একদিন 
সব শেষে
তল যাবে যাবতীয়
এই শূন্যের গভীরে *** শূন্য ***
 #bengalipoem #bengalipoetry #yourquotedada #bengalipost #bengaliwriting #yqdada #bengali #bengali_poem