পুড়িয়ে দিয়েছো আমার মন শরীরটা পোড়ার আগেই, এখনো সে কাহিনি লেখে প্রেমের অগুনতি ব্যথার দাগেই। প্রতিটা স্পন্দনের সাথেই অনুভূত হয় কি যে চরম ব্যথা, শুনতে সেসব আগ্রহী নও তুমি তাই সেগুলোই একান্ত চুপকথা । #Debasree