Nojoto: Largest Storytelling Platform

মাঝরাস্তায় ফেলে এসেছো সেসব, যারা বলে, "নিজের মতন ব

মাঝরাস্তায় ফেলে এসেছো সেসব, যারা বলে, "নিজের মতন বাঁচো"
তখনও এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে- চালচুলো, স্মৃতিধুলো;
গা ঘেঁষে ঘেঁষে পোঁতা আদিমতম আবদার,
আমি হেঁটে এসেছি ঠাঁই পাবো পাবো ভেবে...
সময় হয়নি, তাই বাকি পথ রেখে গেছো চোখ ছুঁয়ে,
মাঝ বরাবর কাঁটাগাছ ঘেরা মরুদ্যান বিছিয়ে...

কালের হাওয়ায় নীল হয়েছে সম্মোহনী দেহ,
তোমার মতন স্পর্শে তুমি ছিলে না বলে...
সাধ্য নেই কাকপক্ষীর, বেছে বেছে হেঁটে যাবার,
মাঝপথের চেতনায় তখন সূক্ষ্ম বহুল সহস্র কাঁটাতার...
শতাধিক চোখ রাঙানী আত্মবিশ্বাস-
মুখোমুখি তোমার প্রহরীর নির্বাক আভাস।

রেখে দিও বাকি পথ স্বভাবে সেভাবে,
যেভাবে ঠোঁট ছুঁলে শব্দ ভেঙে গড়ে ওঠে সম্মোহন,
চলে যেতে যেতেও ও পথে আর এগোতে দিও না তারে,
আমার নয়, আমার ছিলোই না যে জন... #yqbaba #yqdada #yqtales #nostalgia #nostalgiacollab #piu_sangita
মাঝরাস্তায় ফেলে এসেছো সেসব, যারা বলে, "নিজের মতন বাঁচো"
তখনও এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে- চালচুলো, স্মৃতিধুলো;
গা ঘেঁষে ঘেঁষে পোঁতা আদিমতম আবদার,
আমি হেঁটে এসেছি ঠাঁই পাবো পাবো ভেবে...
সময় হয়নি, তাই বাকি পথ রেখে গেছো চোখ ছুঁয়ে,
মাঝ বরাবর কাঁটাগাছ ঘেরা মরুদ্যান বিছিয়ে...

কালের হাওয়ায় নীল হয়েছে সম্মোহনী দেহ,
তোমার মতন স্পর্শে তুমি ছিলে না বলে...
সাধ্য নেই কাকপক্ষীর, বেছে বেছে হেঁটে যাবার,
মাঝপথের চেতনায় তখন সূক্ষ্ম বহুল সহস্র কাঁটাতার...
শতাধিক চোখ রাঙানী আত্মবিশ্বাস-
মুখোমুখি তোমার প্রহরীর নির্বাক আভাস।

রেখে দিও বাকি পথ স্বভাবে সেভাবে,
যেভাবে ঠোঁট ছুঁলে শব্দ ভেঙে গড়ে ওঠে সম্মোহন,
চলে যেতে যেতেও ও পথে আর এগোতে দিও না তারে,
আমার নয়, আমার ছিলোই না যে জন... #yqbaba #yqdada #yqtales #nostalgia #nostalgiacollab #piu_sangita
sangitasaha5698

Sangita Saha

New Creator