Nojoto: Largest Storytelling Platform

কেউ কি আমাকে বলতে পারো মন খারাপগুলো কাটিয়ে কি করে

কেউ কি আমাকে বলতে পারো
মন খারাপগুলো কাটিয়ে কি করে থাকবো ভালো?
যদি বলো অন্য কাজে ব্যস্ত থাকো
শুধু বেসো না কাউকে ভালো
তবে তুমি ছাড়ো।
ভালো না বেসে আমি পারিনা থাকতে
যদি উপায় জানা থাকে অন্য কোনো
তবে তুমি পারো সেটা বলতে
শুধু ভালোবাসতে আমায় মানা করো না যেন।
গান শুনে মন খারাপ হচ্ছে আরো
সিনেমাতেও যেন দেখছি নিজেকে
আমার মতো হয় কি এমন কারো?
অন্ধকার দেখছি যেন দিবালোকে।
মন খারাপ গুলো জোরসে চেপে আছে গলা
চোখেও ঝাপসা ঠেকছে সব
এমন কোনো বন্ধু নেই যাকে যায় সবটুকু বলা
বেঁচে থেকেও হয়ে আছি শব।
 #রাতের_হিজিবিজি 
#রাতের_কবিতা 
#শ্রীমতীটুম্পা 
#মনখারাপি_কথা 
#yqdada
কেউ কি আমাকে বলতে পারো
মন খারাপগুলো কাটিয়ে কি করে থাকবো ভালো?
যদি বলো অন্য কাজে ব্যস্ত থাকো
শুধু বেসো না কাউকে ভালো
তবে তুমি ছাড়ো।
ভালো না বেসে আমি পারিনা থাকতে
যদি উপায় জানা থাকে অন্য কোনো
তবে তুমি পারো সেটা বলতে
শুধু ভালোবাসতে আমায় মানা করো না যেন।
গান শুনে মন খারাপ হচ্ছে আরো
সিনেমাতেও যেন দেখছি নিজেকে
আমার মতো হয় কি এমন কারো?
অন্ধকার দেখছি যেন দিবালোকে।
মন খারাপ গুলো জোরসে চেপে আছে গলা
চোখেও ঝাপসা ঠেকছে সব
এমন কোনো বন্ধু নেই যাকে যায় সবটুকু বলা
বেঁচে থেকেও হয়ে আছি শব।
 #রাতের_হিজিবিজি 
#রাতের_কবিতা 
#শ্রীমতীটুম্পা 
#মনখারাপি_কথা 
#yqdada