Nojoto: Largest Storytelling Platform

তোমার মুখের রূপ যেন রক্ত নয়, মাংস নয়, কামনা নয়, নি

তোমার মুখের রূপ যেন রক্ত নয়, মাংস নয়,
কামনা নয়,
নিশীথ-দেবদারু-দ্বীপ;
কোনো দূর নির্জন নীলাভ দ্বীপ;
হেঁটে চলি তার পাশে, আমিও বলি না কিছু, কিছুই বলে না সে;
প্রেম ও উদ্বেগ ছাড়া অন্য-এক স্থির
আলোচনা তার মনে; –আমরা অনেক দূর চলে প্রান্তরের ঘাসে…
দ্রোণ ফুল লেগে আছে মেরুন শাড়িতে তার 
–নিম-আমলকি পাতা
হালকা বাতাসে চুলের উপরে উড়ে উড়ে পড়ে- মুখে চোখে শরীরের সর্বস্বতা
কঠিন এ সামাজিক মেয়েটিকে দ্বিতীয় প্রকৃতি মনে করে।
তোমার মুখের রূপ যেন রক্ত নয়, মাংস নয়,
কামনা নয়,
নিশীথ-দেবদারু-দ্বীপ;
কোনো দূর নির্জন নীলাভ দ্বীপ;
হেঁটে চলি তার পাশে, আমিও বলি না কিছু, কিছুই বলে না সে;
প্রেম ও উদ্বেগ ছাড়া অন্য-এক স্থির
আলোচনা তার মনে; –আমরা অনেক দূর চলে প্রান্তরের ঘাসে…
দ্রোণ ফুল লেগে আছে মেরুন শাড়িতে তার 
–নিম-আমলকি পাতা
হালকা বাতাসে চুলের উপরে উড়ে উড়ে পড়ে- মুখে চোখে শরীরের সর্বস্বতা
কঠিন এ সামাজিক মেয়েটিকে দ্বিতীয় প্রকৃতি মনে করে।