Nojoto: Largest Storytelling Platform

নারী! মানেই তোমাকে আত্মনির্ভরশীল হতে হবে। কারণ জীব

নারী! মানেই তোমাকে আত্মনির্ভরশীল হতে হবে। কারণ জীবনযুদ্ধে প্রতিটি লড়াই তোমাকে একাই লড়তে হবে। একটা সময় তোমার একান্ত আপনজন ও তোমার প্রতি বিরূপ মনোভাব পোষন করবে। নিজেকে এতটাই লৌহসম কঠিন করে তোল,যাতে কেউই তোমাকে বোঁঝা ভেবে তোমার তিরস্কার করতে না পারে;ছুঁড়ে ফেলে দিতে না পারে। 
নারী! তোমাকে এতটাই মানসিক ভাবে দৃঢ় হতে হবে যাতে কোন ঝড় ই তোমাকে তোমার চলার পথ থেকে এক পা ও নাড়াতে না পারে। জীবনে চলার পথে তাই সর্বদা নিজের উপর‌ই আস্থা ও বিশ্বাস রাখবে কারণ অন্ধকারে নিজের ছায়াও সঙ্গ ছেড়ে দেয়, বন্ধু -বান্ধব আর আপনজন তো অতি নগণ্য ব্যাপার। 
আমরা একুশ শতকের নারীরা আজ অঙ্গীকারবদ্ধ হ‌ই যে, আমরা জীবনের সব ধরনের প্রতিকূলতাকে নির্দ্বিধায় জয় করতে পারব। মানসিক -শারীরিক -আর্থিক ভাবে আমরা এতটাই শক্তিশালী হবো যাতে এই সমাজের রক্ষণশীল ব্যক্তিরা, যারা নিজেদের এই সমাজের রক্ষাকর্তা মনে করেন, তারাও আমাদের সামনে একদিন নতশীর হতে বাধ্য হবে। আর সেই দিন আসন্ন। 
   

বৈশাখী ----- quote 10
নারী! মানেই তোমাকে আত্মনির্ভরশীল হতে হবে। কারণ জীবনযুদ্ধে প্রতিটি লড়াই তোমাকে একাই লড়তে হবে। একটা সময় তোমার একান্ত আপনজন ও তোমার প্রতি বিরূপ মনোভাব পোষন করবে। নিজেকে এতটাই লৌহসম কঠিন করে তোল,যাতে কেউই তোমাকে বোঁঝা ভেবে তোমার তিরস্কার করতে না পারে;ছুঁড়ে ফেলে দিতে না পারে। 
নারী! তোমাকে এতটাই মানসিক ভাবে দৃঢ় হতে হবে যাতে কোন ঝড় ই তোমাকে তোমার চলার পথ থেকে এক পা ও নাড়াতে না পারে। জীবনে চলার পথে তাই সর্বদা নিজের উপর‌ই আস্থা ও বিশ্বাস রাখবে কারণ অন্ধকারে নিজের ছায়াও সঙ্গ ছেড়ে দেয়, বন্ধু -বান্ধব আর আপনজন তো অতি নগণ্য ব্যাপার। 
আমরা একুশ শতকের নারীরা আজ অঙ্গীকারবদ্ধ হ‌ই যে, আমরা জীবনের সব ধরনের প্রতিকূলতাকে নির্দ্বিধায় জয় করতে পারব। মানসিক -শারীরিক -আর্থিক ভাবে আমরা এতটাই শক্তিশালী হবো যাতে এই সমাজের রক্ষণশীল ব্যক্তিরা, যারা নিজেদের এই সমাজের রক্ষাকর্তা মনে করেন, তারাও আমাদের সামনে একদিন নতশীর হতে বাধ্য হবে। আর সেই দিন আসন্ন। 
   

বৈশাখী ----- quote 10