Nojoto: Largest Storytelling Platform

#অনুভূতি #অঞ্জলী দাশ গুপ্ত ভালোবাসা হলো মনের আত্মা

#অনুভূতি
#অঞ্জলী দাশ গুপ্ত
ভালোবাসা হলো মনের আত্মার একটি নিবিড় সম্পর্ক।অনেক সময় অব্যক্ত কিছু কথা না বলেও মনের অনুভূতিতে সেটা বুঝে নেওয়া যায়।কখনো বা সামান্য চোখের ইশারাই... না বোঝা ভালোবাসার কথা গুলো বুঝিয়ে দেয়।
ভালোবাসার মধ্যে যখন জোয়ার ওঠে তখন মন সেই জলে প্লাবিত হয়ে যায়।আর জোয়ারের জলে ফেনা রূপে তারই বহিঃপ্রকাশ ঘটে।আকাশে নীল মেঘের মাঝ খান থেকে সাদা মেঘ উঁকি মেরে তাদের ভালোবাসার গভীরতা বোঝায়।
যখন মৃদু মন্দ ঠান্ডা বাতাসটা এসে শরীর কে স্পর্শ করে.... মনে তখন যেন অদ্ভুত এক শিহরণ হয়।মনে হয় যেন ভালোবাসার সেই মানুষটি বাতাসের মধ্যে দিয়ে তার প্রেম নিবেদন করছে।অলি ও ফুলের মধুর জন্য বার  বার ছুটে আসে।ফুল ও ভাবে কখন অলি এসে তার ফুলের উপর এসে বসবে ও তাকে অত্যন্ত কাছ থেকে দেখবে।আর তাদের মধ্যে এই প্রেমালাপ চলতে থাকবে।বৃষ্টির জল যখন গাছের পাতা বা ঘাসের মধ্যে পড়তে থাকে .. গাছের পাতা ও ঘাসরাও মাথা নেড়ে বোঝাতে থাকে  বৃষ্টি যেন তাদের জন্য ঝরে।
এই ভাবেই প্রত্যেকে প্রত্যেকের সাথে ভালোবাসার সম্পর্কে আবদ্ধ হয়ে আছে।ভালোবাসাই পারে জীবনকে নতুন ভাবে নতুন রূপে সাজাতে।আর সে  যদি পাশে থাকে তাহলে চিন্তা কি... সব বাধা বিপত্তি পেরিয়ে ,নিজেদের মনের কথা শুনে ,বিশ্বাসের হাত ধরে জীবন টাকে নিজেদের মনের মতো গড়ে তুলে নেওয়া যায়। # অনুভূতি বেঁচে থাকে সর্বদা হৃদয়ের মাঝে#
#অনুভূতি
#অঞ্জলী দাশ গুপ্ত
ভালোবাসা হলো মনের আত্মার একটি নিবিড় সম্পর্ক।অনেক সময় অব্যক্ত কিছু কথা না বলেও মনের অনুভূতিতে সেটা বুঝে নেওয়া যায়।কখনো বা সামান্য চোখের ইশারাই... না বোঝা ভালোবাসার কথা গুলো বুঝিয়ে দেয়।
ভালোবাসার মধ্যে যখন জোয়ার ওঠে তখন মন সেই জলে প্লাবিত হয়ে যায়।আর জোয়ারের জলে ফেনা রূপে তারই বহিঃপ্রকাশ ঘটে।আকাশে নীল মেঘের মাঝ খান থেকে সাদা মেঘ উঁকি মেরে তাদের ভালোবাসার গভীরতা বোঝায়।
যখন মৃদু মন্দ ঠান্ডা বাতাসটা এসে শরীর কে স্পর্শ করে.... মনে তখন যেন অদ্ভুত এক শিহরণ হয়।মনে হয় যেন ভালোবাসার সেই মানুষটি বাতাসের মধ্যে দিয়ে তার প্রেম নিবেদন করছে।অলি ও ফুলের মধুর জন্য বার  বার ছুটে আসে।ফুল ও ভাবে কখন অলি এসে তার ফুলের উপর এসে বসবে ও তাকে অত্যন্ত কাছ থেকে দেখবে।আর তাদের মধ্যে এই প্রেমালাপ চলতে থাকবে।বৃষ্টির জল যখন গাছের পাতা বা ঘাসের মধ্যে পড়তে থাকে .. গাছের পাতা ও ঘাসরাও মাথা নেড়ে বোঝাতে থাকে  বৃষ্টি যেন তাদের জন্য ঝরে।
এই ভাবেই প্রত্যেকে প্রত্যেকের সাথে ভালোবাসার সম্পর্কে আবদ্ধ হয়ে আছে।ভালোবাসাই পারে জীবনকে নতুন ভাবে নতুন রূপে সাজাতে।আর সে  যদি পাশে থাকে তাহলে চিন্তা কি... সব বাধা বিপত্তি পেরিয়ে ,নিজেদের মনের কথা শুনে ,বিশ্বাসের হাত ধরে জীবন টাকে নিজেদের মনের মতো গড়ে তুলে নেওয়া যায়। # অনুভূতি বেঁচে থাকে সর্বদা হৃদয়ের মাঝে#