Nojoto: Largest Storytelling Platform

স্মৃতির সংরক্ষণ কোটালীপা

           স্মৃতির   সংরক্ষণ 

           কোটালীপাড়ার গলির পাশে
          ভাঙ্গা পচা টালির, ইট পাতা রাস্তাটা 
          এখনো অবধি ঢালাই দিয়ে মডার্ন হয়নি,
         ঐ ঘড়ি বাড়ির দোতলায় , তাকিয়েই 
           প্যাডেলে বেশি চাপ দিয়ে,
         জোরে সাইকেল এখনও হয়তো কেউ চালায় ।
          আমার এগুলো মনে রাখাটা,
           খুব একটা কষ্টের হয়নি ।
         দুটো সাইকেলের টলমল চাকা যে ,
            রাস্তায় ইটের ছেকা খেয়ে উল্টে পড়েনি ,
           সেটাই অনেক 
          অবশ্য একটা শক্ত বাঁধন ছিল - 
          দুটো হাত ।
            কোনো কোনোদিন অবশ্য , 
          আমার সাইকেল টা ঝড়ের গতিতে উড়তো
            পিছন থেকে একটা ডাক আসতো ,
             ও বলতো , " আরে ভুল হয়েছে ক্ষমা কর রে মা " । 
            আমি মুচকি হেসে ,রাগ দেখিয়ে , আরো ওরাতাম। 
             আজকেও তো, জায়গাটা বদলায়নি ,
          শুধু , এখন ফায়ার বিগ্রেড অফিসটা অন্য জায়গায় 
           মাঠ গুলো চোখে দেখাই যায়না ,
              সিমেন্টের পাঁচিল দিয়ে বেঁধে রেখেছে ,
           সেই যে,আমাদের দপ্তরে,
          খাতার পাতায় , বড় ঢেবা হাতের লেখার চিঠিগুলো ।  কবিতার নামে যাবেন না একদম শেষ লাইনের আগের লাইনে কিন্তু দপ্তর শব্দটি আছে । 🤭
#দপ্তরেই #challenge #yqdada #প্রেম #বাংলা_কবিতা #প্রেমিকা #rapidfire #bestbengaliquotes
           স্মৃতির   সংরক্ষণ 

           কোটালীপাড়ার গলির পাশে
          ভাঙ্গা পচা টালির, ইট পাতা রাস্তাটা 
          এখনো অবধি ঢালাই দিয়ে মডার্ন হয়নি,
         ঐ ঘড়ি বাড়ির দোতলায় , তাকিয়েই 
           প্যাডেলে বেশি চাপ দিয়ে,
         জোরে সাইকেল এখনও হয়তো কেউ চালায় ।
          আমার এগুলো মনে রাখাটা,
           খুব একটা কষ্টের হয়নি ।
         দুটো সাইকেলের টলমল চাকা যে ,
            রাস্তায় ইটের ছেকা খেয়ে উল্টে পড়েনি ,
           সেটাই অনেক 
          অবশ্য একটা শক্ত বাঁধন ছিল - 
          দুটো হাত ।
            কোনো কোনোদিন অবশ্য , 
          আমার সাইকেল টা ঝড়ের গতিতে উড়তো
            পিছন থেকে একটা ডাক আসতো ,
             ও বলতো , " আরে ভুল হয়েছে ক্ষমা কর রে মা " । 
            আমি মুচকি হেসে ,রাগ দেখিয়ে , আরো ওরাতাম। 
             আজকেও তো, জায়গাটা বদলায়নি ,
          শুধু , এখন ফায়ার বিগ্রেড অফিসটা অন্য জায়গায় 
           মাঠ গুলো চোখে দেখাই যায়না ,
              সিমেন্টের পাঁচিল দিয়ে বেঁধে রেখেছে ,
           সেই যে,আমাদের দপ্তরে,
          খাতার পাতায় , বড় ঢেবা হাতের লেখার চিঠিগুলো ।  কবিতার নামে যাবেন না একদম শেষ লাইনের আগের লাইনে কিন্তু দপ্তর শব্দটি আছে । 🤭
#দপ্তরেই #challenge #yqdada #প্রেম #বাংলা_কবিতা #প্রেমিকা #rapidfire #bestbengaliquotes

কবিতার নামে যাবেন না একদম শেষ লাইনের আগের লাইনে কিন্তু দপ্তর শব্দটি আছে । 🤭 #দপ্তরেই #Challenge #yqdada #প্রেম #বাংলা_কবিতা #প্রেমিকা #rapidfire #bestbengaliquotes