Nojoto: Largest Storytelling Platform

#ইভেন্ট_মনের_কথা_চিরকুটে #খোলা_চিঠি_তোমায়_লিখি #প

#ইভেন্ট_মনের_কথা_চিরকুটে
#খোলা_চিঠি_তোমায়_লিখি
#পুষ্পিতা_ভৌমিক

প্রিয় আদি;
ঘুমাচ্ছো নিশ্চয় এখনও? আমি কিন্তু সময়মত উঠে গিয়ে প্রতিদিনের অভ্যাসমত ব্যালকনিতে এসে দাঁড়ালাম এককাপ চা নিয়ে।তারপর মুঠোফোনটা হাতে নিয়ে নাড়াচাড়া করতে করতে ভাবছিলাম ফোন করে তোমার ঘুম ভাঙিয়ে দিই রোজ যেমন করে থাকি।হঠাৎ ভাবলাম থাক বরং।একঘেয়েমি ছেড়ে আজ সকালে তোমার ঘুম ভাঙুক মেঘের সাথে ভাসিয়ে দেওয়া আমার উড়ো চিঠির ডাকে। লিখতে গিয়ে কোথা থেকে শুরু করব ঠিক বুঝতে পারছিনা।তবুও এলোমেলো অগোছালো আমিটার মতই লিখি বাকিটা তুমি বুঝে নিও তোমার মত করে...

"যখন রোদেরই কণা,ধানেরই শিষে বিছিয়ে দেয় রোদ্দুর/তোমায় ছুঁতে চাওয়ার মুহূর্তরা,কে জানে কি আবেশে দিশাহারা";ঠিক তেমন আমার লেখা শব্দরা ছুঁয়ে যাক তোমাকে।কলমের ছোঁয়ায় প্রাণ পাক অব্যক্ত চুপকথাগুলো।অবশ্য আগে চুপকথার মতই ছিল আমাদের সম্পর্কটা।তুমি ছিলে আমার অক্ষর প্রেমিক। আমার লেখার প্রেমে পড়লেও মুখ ফুটে বলতে পারনি কিছুই।অজান্তে আমিও অনুভব করেছিলাম সেটা।তাই দ্বিধাদ্বন্দ ভেঙে বৃষ্টিভেজা ময়দানে ট্রামলাইনের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে তোমার হাতে হাত রেখে বলতে পেরেছিলাম,"নামি চলো আজ পথে/হাত রাখ এই হাতে/দুজনে চলো যাই বহুদূর/আজ আমার প্রেমিক শরীরে/তোমার হাওয়ায় উড়ছি ফুরফুরে/লোকে পাগল বলুক মাতাল বলুক/আমি তোমার পিছু ছাড়ব না।"

আসলে "কিসমত কানেকশান"বলে একটা কথা শুনে আসতাম অনেকদিন ধরে আর এখন সেটা অনুভব করি তোমার সান্নিধ্যে এসে। বাস্তবের রুক্ষশুষ্ক মাটিতে যখন আমি তীব্র দহনজ্বালায় পুড়ছি তুমি এলে "শ্রাবণের ধারার মত"।রিক্ত হলাম,সিক্ত হলাম ধরা দিলাম তোমার বুকে।তোমার শূন্য বুকটাও আঁকড়ে ধরলো আমাকে পরম নির্ভরতার সঙ্গে ঠিক যেমন বুনো হাঁসি জায়গা করে নেয় দামাল বুনো হাঁসের বুকে।তারপর একসাথে ঢেউ কেটে এগিয়ে চলে সব বাঁধা পেরিয়ে।আমি চাই ঠিক এমন এভাবে আমার স্বভাবে মিশে থাকো তুমি। 

সকলের মত গড়পড়তা ভাষায় আমি বলবনা ভালোবাসি।তুমি ভালোমতই জানো আমি সকলের থেকে ভিন্ন।আমি শুধু বলব তোমার সাথে আমাকে মিশিয়ে নিও সুখেরই চাদর ঢেকে,রোদের আড়াল রেখে।কোনো এক গোধূলি বিকেলে তোমার আঙুল ছুঁয়ে যাক আমাকে।অস্ফুটে আমার মত মন্দ মেয়েটা তার সমস্ত উপাখ্যানের সাথে তোমায় বলে উঠুক,"তোমায় আমি মন্দবাসি/তাইতো তোমার গল্পে আসি/আমি তোমার খারাপ থাকার কারণ/তোমায় আমি বন্ধু বলি/তাইতো নিজের পায়েই ডলি/বিন্দুমাত্র প্রেমিকি উচ্চারণ।"
                                                                                                                                   ইতি 
                                                                                                                         তোমার পাগলি #letter_for_you
#ইভেন্ট_মনের_কথা_চিরকুটে
#খোলা_চিঠি_তোমায়_লিখি
#পুষ্পিতা_ভৌমিক

প্রিয় আদি;
ঘুমাচ্ছো নিশ্চয় এখনও? আমি কিন্তু সময়মত উঠে গিয়ে প্রতিদিনের অভ্যাসমত ব্যালকনিতে এসে দাঁড়ালাম এককাপ চা নিয়ে।তারপর মুঠোফোনটা হাতে নিয়ে নাড়াচাড়া করতে করতে ভাবছিলাম ফোন করে তোমার ঘুম ভাঙিয়ে দিই রোজ যেমন করে থাকি।হঠাৎ ভাবলাম থাক বরং।একঘেয়েমি ছেড়ে আজ সকালে তোমার ঘুম ভাঙুক মেঘের সাথে ভাসিয়ে দেওয়া আমার উড়ো চিঠির ডাকে। লিখতে গিয়ে কোথা থেকে শুরু করব ঠিক বুঝতে পারছিনা।তবুও এলোমেলো অগোছালো আমিটার মতই লিখি বাকিটা তুমি বুঝে নিও তোমার মত করে...

"যখন রোদেরই কণা,ধানেরই শিষে বিছিয়ে দেয় রোদ্দুর/তোমায় ছুঁতে চাওয়ার মুহূর্তরা,কে জানে কি আবেশে দিশাহারা";ঠিক তেমন আমার লেখা শব্দরা ছুঁয়ে যাক তোমাকে।কলমের ছোঁয়ায় প্রাণ পাক অব্যক্ত চুপকথাগুলো।অবশ্য আগে চুপকথার মতই ছিল আমাদের সম্পর্কটা।তুমি ছিলে আমার অক্ষর প্রেমিক। আমার লেখার প্রেমে পড়লেও মুখ ফুটে বলতে পারনি কিছুই।অজান্তে আমিও অনুভব করেছিলাম সেটা।তাই দ্বিধাদ্বন্দ ভেঙে বৃষ্টিভেজা ময়দানে ট্রামলাইনের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে তোমার হাতে হাত রেখে বলতে পেরেছিলাম,"নামি চলো আজ পথে/হাত রাখ এই হাতে/দুজনে চলো যাই বহুদূর/আজ আমার প্রেমিক শরীরে/তোমার হাওয়ায় উড়ছি ফুরফুরে/লোকে পাগল বলুক মাতাল বলুক/আমি তোমার পিছু ছাড়ব না।"

আসলে "কিসমত কানেকশান"বলে একটা কথা শুনে আসতাম অনেকদিন ধরে আর এখন সেটা অনুভব করি তোমার সান্নিধ্যে এসে। বাস্তবের রুক্ষশুষ্ক মাটিতে যখন আমি তীব্র দহনজ্বালায় পুড়ছি তুমি এলে "শ্রাবণের ধারার মত"।রিক্ত হলাম,সিক্ত হলাম ধরা দিলাম তোমার বুকে।তোমার শূন্য বুকটাও আঁকড়ে ধরলো আমাকে পরম নির্ভরতার সঙ্গে ঠিক যেমন বুনো হাঁসি জায়গা করে নেয় দামাল বুনো হাঁসের বুকে।তারপর একসাথে ঢেউ কেটে এগিয়ে চলে সব বাঁধা পেরিয়ে।আমি চাই ঠিক এমন এভাবে আমার স্বভাবে মিশে থাকো তুমি। 

সকলের মত গড়পড়তা ভাষায় আমি বলবনা ভালোবাসি।তুমি ভালোমতই জানো আমি সকলের থেকে ভিন্ন।আমি শুধু বলব তোমার সাথে আমাকে মিশিয়ে নিও সুখেরই চাদর ঢেকে,রোদের আড়াল রেখে।কোনো এক গোধূলি বিকেলে তোমার আঙুল ছুঁয়ে যাক আমাকে।অস্ফুটে আমার মত মন্দ মেয়েটা তার সমস্ত উপাখ্যানের সাথে তোমায় বলে উঠুক,"তোমায় আমি মন্দবাসি/তাইতো তোমার গল্পে আসি/আমি তোমার খারাপ থাকার কারণ/তোমায় আমি বন্ধু বলি/তাইতো নিজের পায়েই ডলি/বিন্দুমাত্র প্রেমিকি উচ্চারণ।"
                                                                                                                                   ইতি 
                                                                                                                         তোমার পাগলি #letter_for_you