Nojoto: Largest Storytelling Platform

দিন দিন বড্ড বেপরোয়া হয়ে যাই, ভেঙে যাই । ভাষা ভাষ

দিন দিন বড্ড বেপরোয়া হয়ে যাই, ভেঙে যাই ।
ভাষা ভাষা চোখ চেয়ে থাকে অসহায় মরা মাছের মতো ..
আঙুল চেপে কলম ভেঙে দিই ।
........
_______
মনের ভেতর ঘরে অল্প অল্প পাথর জমে যায় ,
শ্বাসরোধ হয়ে আসে ,
ভাঙতে চাওয়ার চিন্তা প্রখর ।

খেজুর গাছের তলায় –
চড়ুই পাখির কান্নাকাটি হয়না আর ,
ঠোঁট চেপে শব্দ লুকিয়ে রাখে তারা ।

ভালোবাসা টাঙিয়ে রাখি বুক পকেটে ,
খালি রাস্তা দীর্ঘ পথ চলা ,
অল্প মাটি ছুঁয়ে যেতে চায় শরীর ।
বৃষ্টির জলে পা ভিজে যায় ,
সন্ধ্যের লালচে আলো পদ্মের গায়ে ,
নিভে আসে বেঁচে থাকার ইচ্ছেরা ।

কাঁটাতারে গেঁথে হৃৎস্পন্দন স্তব্ধ হয়ে যায় ,
তুমি বোধহয় আজও আমার মৃত্যু কামনা করো ! মৃত্যু কামনা ।
________________________ 🍁🍁


......................................
#yqdada #challenge #yqbaba 
#yqbangla #bangla #yqquotes #অনুভূতি_দের_শুভ
দিন দিন বড্ড বেপরোয়া হয়ে যাই, ভেঙে যাই ।
ভাষা ভাষা চোখ চেয়ে থাকে অসহায় মরা মাছের মতো ..
আঙুল চেপে কলম ভেঙে দিই ।
........
_______
মনের ভেতর ঘরে অল্প অল্প পাথর জমে যায় ,
শ্বাসরোধ হয়ে আসে ,
ভাঙতে চাওয়ার চিন্তা প্রখর ।

খেজুর গাছের তলায় –
চড়ুই পাখির কান্নাকাটি হয়না আর ,
ঠোঁট চেপে শব্দ লুকিয়ে রাখে তারা ।

ভালোবাসা টাঙিয়ে রাখি বুক পকেটে ,
খালি রাস্তা দীর্ঘ পথ চলা ,
অল্প মাটি ছুঁয়ে যেতে চায় শরীর ।
বৃষ্টির জলে পা ভিজে যায় ,
সন্ধ্যের লালচে আলো পদ্মের গায়ে ,
নিভে আসে বেঁচে থাকার ইচ্ছেরা ।

কাঁটাতারে গেঁথে হৃৎস্পন্দন স্তব্ধ হয়ে যায় ,
তুমি বোধহয় আজও আমার মৃত্যু কামনা করো ! মৃত্যু কামনা ।
________________________ 🍁🍁


......................................
#yqdada #challenge #yqbaba 
#yqbangla #bangla #yqquotes #অনুভূতি_দের_শুভ
shuvosarkar1619

Shuvo Sarkar

New Creator