Nojoto: Largest Storytelling Platform

"বাবা" দেবাঙ্গন।। ✍ আমার কাছে "বাবা" মান

"বাবা"
         দেবাঙ্গন।। ✍

আমার কাছে "বাবা" মানে, 
খুশির একটা বড় বাক্স। 
অনেক হাসি, অনেক মজা, 
ঠিক ম্যাজিশিয়ানের মতো। 
যখন তুমি অঙ্ক কষাও,
যেনো রাগী হেডমাস্টার। 
আমি কখনো চোট পেলে, 
তোমার চোখ বর্ষার আষাঢ়। 
মায়ের সাথে ঝগড়া করো, 
বাঁচাতে আমার পিঠের চড়- কিল। 
মা বলে, তুমি না কি, 
আমার উকিল! 
তোমার সব কথাতেই, 
ভরে ওঠে মন। 
তোমার মতন "বাবা " পেয়ে, 
ধন্য আমার জীবন।।

©Anuradha (Debika Das)✍️🎙️✍️ My 10 years son's writing✍️
"বাবা"
         দেবাঙ্গন।। ✍

আমার কাছে "বাবা" মানে, 
খুশির একটা বড় বাক্স। 
অনেক হাসি, অনেক মজা, 
ঠিক ম্যাজিশিয়ানের মতো। 
যখন তুমি অঙ্ক কষাও,
যেনো রাগী হেডমাস্টার। 
আমি কখনো চোট পেলে, 
তোমার চোখ বর্ষার আষাঢ়। 
মায়ের সাথে ঝগড়া করো, 
বাঁচাতে আমার পিঠের চড়- কিল। 
মা বলে, তুমি না কি, 
আমার উকিল! 
তোমার সব কথাতেই, 
ভরে ওঠে মন। 
তোমার মতন "বাবা " পেয়ে, 
ধন্য আমার জীবন।।

©Anuradha (Debika Das)✍️🎙️✍️ My 10 years son's writing✍️