Nojoto: Largest Storytelling Platform

When life gets blurry "বলো হরি, হরি বোল"- বলে খাটট

When life gets blurry "বলো হরি, হরি বোল"- বলে খাটটাকে সবাই কাঁধে তুলে হাঁটতে শুরু করলো। আমার স্ত্রী হাউহাউ করে কাঁদছে। তাকে স্বান্তনা দিচ্ছে পুত্রবধূ রঞ্জনা। আমার অবশ্য অত কষ্ট হচ্ছে না। হয়তো বয়েস হয়ে গেছে বলে শোকতাপ অনেক কম। পিছন থেকে চেঁচিয়ে বললাম, 'ওরে তোরা একটু আস্তে আস্তে চল। বুড়ো মানুষ, তোদের সাথে তাল মেলাতে পারবো না।' কথাটা কারুর কানে গেল বলে মনে হলোনা। হনহনিয়ে তারা এগিয়ে গেলো।

শ্মশানে পৌঁছতে অনেকটা দেরি হয়ে গেল। ততক্ষণে দাহকার্যের জোগাড় হয়ে গেছে। আমার ছেলে মুখাগ্নি সেরে চিতায় আগুন দিলো। দেখতে দেখতে দাউ দাউ করে জ্বলে উঠলো চিতায় শোয়ানো আমার শরীরটা... #ভূত
When life gets blurry "বলো হরি, হরি বোল"- বলে খাটটাকে সবাই কাঁধে তুলে হাঁটতে শুরু করলো। আমার স্ত্রী হাউহাউ করে কাঁদছে। তাকে স্বান্তনা দিচ্ছে পুত্রবধূ রঞ্জনা। আমার অবশ্য অত কষ্ট হচ্ছে না। হয়তো বয়েস হয়ে গেছে বলে শোকতাপ অনেক কম। পিছন থেকে চেঁচিয়ে বললাম, 'ওরে তোরা একটু আস্তে আস্তে চল। বুড়ো মানুষ, তোদের সাথে তাল মেলাতে পারবো না।' কথাটা কারুর কানে গেল বলে মনে হলোনা। হনহনিয়ে তারা এগিয়ে গেলো।

শ্মশানে পৌঁছতে অনেকটা দেরি হয়ে গেল। ততক্ষণে দাহকার্যের জোগাড় হয়ে গেছে। আমার ছেলে মুখাগ্নি সেরে চিতায় আগুন দিলো। দেখতে দেখতে দাউ দাউ করে জ্বলে উঠলো চিতায় শোয়ানো আমার শরীরটা... #ভূত