Nojoto: Largest Storytelling Platform

দুঃখ ছুঁয়ে, তোমারা কেনো আমায় আঁকড়ে ধরতে চাইছো? আপন

দুঃখ ছুঁয়ে, তোমারা কেনো আমায় আঁকড়ে ধরতে চাইছো?
আপন করে আমায় প্রতি রাতে, 
গিলে খাও চোখ দিয়ে;আমার বুকের কালো!
দুঃখ-বেদনা মানছি একা একা সয়ে, হয়েছো বড়ো ক্লান্ত।
আজ আমাকে দাও ধরি তোমার ভাঙা জীবনের হাল,
নিশ্চিন্তে তুমি ঘুমিয়ে নাও আজ-
দেখবে পাবে চোখ খুলে,
কষ্টের কালো মেঘ গেছে ঢেকে , ঝলমলে সকালের আলোতে।
 #ছবিতেকবিতা২ 
#স্বজন #স্বজনসেরা #swajan #yqdada #yqbaba 
#পারমিতাদে
দুঃখ ছুঁয়ে, তোমারা কেনো আমায় আঁকড়ে ধরতে চাইছো?
আপন করে আমায় প্রতি রাতে, 
গিলে খাও চোখ দিয়ে;আমার বুকের কালো!
দুঃখ-বেদনা মানছি একা একা সয়ে, হয়েছো বড়ো ক্লান্ত।
আজ আমাকে দাও ধরি তোমার ভাঙা জীবনের হাল,
নিশ্চিন্তে তুমি ঘুমিয়ে নাও আজ-
দেখবে পাবে চোখ খুলে,
কষ্টের কালো মেঘ গেছে ঢেকে , ঝলমলে সকালের আলোতে।
 #ছবিতেকবিতা২ 
#স্বজন #স্বজনসেরা #swajan #yqdada #yqbaba 
#পারমিতাদে