Nojoto: Largest Storytelling Platform

নিরুত্তর সমূদ্র পারে যে স্তব্ধতার প্রাসাদ তুলেছিলা

নিরুত্তর সমূদ্র পারে যে স্তব্ধতার প্রাসাদ তুলেছিলাম,তার নাম প্রেম;হ্যাঁ---
সংযত বিশুদ্ধ এক প্রবাল প্রাচীরে ঘেরা;
---হোক না একাকিত্ব,নির্জন;তবু তো সেরা |
না থাক অবিরাম কলরব,শুধু ঢেউ গুনে চলা ;
নিজের কাছে নয়,অস্ফুটে মনের কথা বলা,

সে প্রাসাদ আজও নিরুত্তর,নির্বিকার এক বোধ ;
আলোকিত ঝিনুক খুঁজে,
মনের স্তরে মন মিশিয়ে দুঃখ-সুখে
রাত্তিরে চোখ বুজে;
সে রাত,আর থাকবে না কেউ,ঝলমলে চাঁদ এসে, উজ্জ্বলতায় ভাসবে প্রাসাদ,তার মুখখানি ভালোবেসে....

 #প্রাসাদ#আধুনিক কবিতা#
নিরুত্তর সমূদ্র পারে যে স্তব্ধতার প্রাসাদ তুলেছিলাম,তার নাম প্রেম;হ্যাঁ---
সংযত বিশুদ্ধ এক প্রবাল প্রাচীরে ঘেরা;
---হোক না একাকিত্ব,নির্জন;তবু তো সেরা |
না থাক অবিরাম কলরব,শুধু ঢেউ গুনে চলা ;
নিজের কাছে নয়,অস্ফুটে মনের কথা বলা,

সে প্রাসাদ আজও নিরুত্তর,নির্বিকার এক বোধ ;
আলোকিত ঝিনুক খুঁজে,
মনের স্তরে মন মিশিয়ে দুঃখ-সুখে
রাত্তিরে চোখ বুজে;
সে রাত,আর থাকবে না কেউ,ঝলমলে চাঁদ এসে, উজ্জ্বলতায় ভাসবে প্রাসাদ,তার মুখখানি ভালোবেসে....

 #প্রাসাদ#আধুনিক কবিতা#
jayantaroy2876

Jayanta Roy

New Creator

#প্রাসাদ#আধুনিক কবিতা#